বন্দর(নারায়ণগঞ্জ) প্রতিনিধি: উপজেলা বিএনপির সভাপতির মাজাহারুল ইসলাম হিরণের সেল্টারে আওয়ামীলীগার জহিরুল মোল্লা (জহির) ৩৯, পিতা-আলী আক্কাস মোল্লা, সাং মদনপুর(কেওঢালা) প্রকাশ্যে বিএনপির নামে অপকর্ম করে বেরাচ্ছে। প্রতিবাদ করার মতো কেউ নেই। গত ২২/০২/২০২৫ তারিখে ধামগড় ইউনিয়ন পরিষদের মাঠে এক খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে এই আওয়ামীলীগার জহিরের বিরুদ্ধে সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম ভুইয়া ও সাবেক থানা ছাত্রদলের আহবায়ক ফাহিম ভুইয়া
কঠোর প্রতিবাদ করলেও চুপ ছিলেন সেল্টারদাতা মাজারুল ইসলাম হিরণ এবং থানা যুবদলের সভাপতি পদ প্রত্যাশী ওয়াদুদ সাগর। মদনপুর ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী এবং ভুক্তভোগীরা জানান, ছালাম চেয়ারম্যানের অনুসারীদের টাকার বিনিময়ে শেল্টার না দিয়ে এসব আওয়ামীলীগারদের প্রেস-বিজ্ঞপ্তির মাধ্যমে চিহ্নিত করে কঠোরভাবে দমন করা উচিত ছিল। তারা আরও জানান, ৫ আগস্টে শেখ হাসিনা দেশ ত্যাগের পর তার সহযোগিতায় ছালাম চেয়ারম্যান, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান অহিদ, আজমীর ওসমানের সহযোগী আমির সহ ছাত্র- জনতার উপর হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে গেলেও উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের ছত্র ছায়ায় বিএনপি কর্মী বনে গিয়ে মাঠে অবস্থান নিয়েছে জহির মোল্লা সহ আরো একাধিক আওয়ামীলীগার।
ঢাকা
,
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










বিএনপির শেল্টারে আওয়ামীলীগার জহির মোল্লা বেপরোয়া।
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ১১:২৮:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- 2
জনপ্রিয় সংবাদ