ঢাকা , সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ড. ইউনূসের সফর বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করবে Logo তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ধসে পড়েছে বহু ভবন Logo সিদ্ধিরগঞ্জ বিএনপির চাঁদাবাজ দুই নেতা বহিস্কার Logo বন্দরে ৩০ লাখ টাকা ছিনতাই, ৩ ছিনতাইকারী আটক Logo বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের এডহক কমিটি গঠন Logo সোনারগাঁয়ে বিএনপি নেতা মুজাহিদ মল্লিকের পিএস রহিমের বিরুদ্ধে : শ্রমিক দল নেতা হান্নান মিয়ার ব্যবসা-প্রতিষ্ঠানসহ বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট Logo নির্বাচন কমিশন সচিব বরাবর এবি পার্টি’র নির্বাচনি এলাকার সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত আপত্তি Logo জীবনের বর্ণিল ক্যানভাস Logo সাংবাদিক তুহিন হত্যা: ৭ জন গ্রেপ্তার Logo রূপগঞ্জে মাদক-সন্ত্রাসীর ঠাঁই নেই: দিপু ভুঁইয়া

দীর্ঘ বছর ধরে রাজনীতি করি বিএনপির দলকে ভালোবাসি বলে বললেন, আতাউর রহমান

জান্নাত জাহা :নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন যে ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়োর তুখ্যা নেতাদের বসবাস ছিলো। বিগত দিন আওয়ামী লীগ চলাকালীন বারবার নির্বাচিত আরিফ বাবু চেয়ারম্যান হিসেবে ছিলেন। সাংবাদিকরা সাধারণ মানুষের কাছে জানতে চায় আগে থেকে এখন আপনারা কেমন আছেন, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাধারন মানুষ বলেন – আমাদের ইউনিয়ন টা বরাবরই আতঙ্কের কিন্তু আশা করি এখন যে নেতা আছেন বি এন পির নেতা আতাউর রহমান সে আমাদের ভালো রাখবেন। আগস্ট এর আগে আমরা খুব আতঙ্কে ছিলাম কিন্তু ওই তুলনামূলক এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অন্য সব ইউনিয়ন গুলা থেকে আমাদের ইউনিয়নে মাদক ব্যবসা বেশি চলে কিন্তু এখন অনেক কমছে আশা করি আরো কমবে । অটো রিক্সাচালক সিএনজি চালক তারাও তাদের মনের কথা প্রকাশ করেন সাংবাদিকদের জানায়, আমাদের এখন কাউকে চাঁদা দিতে হয় না আমরা খুব সচ্ছলভাবে অটো সিএনজি রিক্সা চালকেরা সুন্দরভাবে চালাতে পারি,, আমাদের এই স্টানে অনেক জ্যাম ছিল এখানে লাইন মেন দেওয়া হয়েছে এখন আর আমরা জ্যামের সমস্যা পুহাতে হয় না আমাদের এলাকার নেতা আতাউর রহমান জনসেবায় আমরা খুব ভালো আছি। সাধারণ মানুষের মুখে আতাউর রহমান নাম শুনে সাংবাদিকরা তার সাথে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। এবং আতাউর রহমান কে সাধারণ মানুষের উত্তরে তাকে কয়েকটা প্রশ্ন করা হয়। তাকে প্রথম প্রশ্ন করা হয় আপনি কি আগামীতে চেয়ারম্যান ইলেকশন করবেন কিনা? তখন উত্তরে বলেন আতাউর রহমান যে “জনগণ যদি আমাকে চায় আর আমার দল যদি আমাকে নমিনেশন দেয় আমি চেয়ারম্যান ইলেকশন করব আশাবাদী। সাংবাদিক নেতাকে বলেন ফুটপাত চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনার নামে এ ব্যাপারে কি বলেন? উত্তরে নেতা বলেন, আমার বাবার আমল থেকে আমাদের কয়েকটা দোকান আছে আমরা ব্যবসায়িক, তাই চাঁদাবাজি করার কোন প্রশ্নই উঠে না। আপনারা সাংবাদিকরা যাচাই করে দেখেন যদি আমার নামে সত্যি হয় তাহলে আপনারা লিখে দেন,, কে বা কাহারা যেন আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । আমি দীর্ঘবছর ধরে রাজনীতি করি দলকে ভালোবাসি তারেক রহমানের আদর্শে, আজহারুল ইসলাম মান্নান, মোশারফ তাদের নেতৃত্বে আমি চলার চেষ্টা করি খারাপ কাজ করার করার কোন মানেই হয় না। সাংবাদিক আতাউর রহমান কে আরেক প্রশ্ন করেন : বলে আপনার দলের প্রতি আপনি কি সন্তুষ্ট? উত্তরে নেতা বলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট অনেক ভালো একটা দল করি, বিএনপির দল আমাদেরকে সবসময় আদর্শের কথা বলে আমাদের মা খালেদা জিয়া এবং তারেক রহমান যে আদর্শ দেয় সেই আদর্শ নীতিমালায় আমি চলার চেষ্টা করি,আমার নামে আওয়ামী লীগের কিছু দোসররা এখনো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাতে কি আসে যায় মানুষের কর্মে ই সব কিছু, আমি আমার কর্ম, গুন, কাজ দিয়ে প্রমাণ করতে চাই। চাঁদাবাজি লুটপাট এগুলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো কিছু কিছু রয়ে গেছে তারাই অপকর্ম গুলা করছে।। সাংবাদিকরা আরেকটা প্রশ্ন করেন আপনি জনগণের জন্য কাজ করার মধ্যে বিশেষভাবে কি কাজ করতে চান? এবং এলাকায় প্রচুর বহিরাগত লোক এর মধ্যে এলাকার বিভিন্ন গ্রুপ ষড়যন্ত্র চলছে তারই মধ্যে আপনি কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চান? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নেতা উত্তর দেয়। প্রথমে মাদক ব্যবসা আমার ইউনিয়নে একেবারে শেষ করতে তবে একার পক্ষে সম্ভব না আপনারা সাংবাদিকরা, প্রশাসন এক হয়ে এ ব্যাপারে কঠিন ভাবে মাঠে থাকতে হবে । কিন্তু আগে থেকে কমেছে আপনারা সবাই পাশে থাকলে আমি সবটা শেষ করতে পারবো বলে মনে করি। আমি বলতে চাই আমাদের প্রাণপ্রিয় তারেক রহমানের নির্দেশনায় বাকি পথ চলতে চাই। কারণ তারেক রহমান সব সময় একটা কথা বলে থাকেন,,, দল করবেন ভালো কথা নিজের জন্য নয় সাধারণ জনগণকে নিয়ে কাজ করবেন সবসময়। আমিও আমাদের তারেক রহমানকে সেলুট দিয়ে বলতে চাই, নিজের জন্য নয় সাধারণ মানুষের পাশে থাকতে চাই তাদের কাছে যেতে চাই। অন্য সব ইউনিয়ন নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার ইউনিয়নবাসীরা যেন শান্তিতে বসবাস করতে পারে।। আমার ইউনিয়ন ছোট ছোট ছেলে বাচ্চারা যেন মাদক না ছুতে পারে এ ব্যাপারে আমি সচ্ছল হতে চাই। সর্বশেষ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলেন।।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসের সফর বাংলাদেশ-মালয়েশিয়ার সম্পর্ক আরও জোরদার করবে

দীর্ঘ বছর ধরে রাজনীতি করি বিএনপির দলকে ভালোবাসি বলে বললেন, আতাউর রহমান

আপডেট সময় ১১:২৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫

জান্নাত জাহা :নারায়ণগঞ্জ সোনারগাঁ মোগরাপাড়া ইউনিয়ন যে ইউনিয়নে আওয়ামী লীগের সিনিয়োর তুখ্যা নেতাদের বসবাস ছিলো। বিগত দিন আওয়ামী লীগ চলাকালীন বারবার নির্বাচিত আরিফ বাবু চেয়ারম্যান হিসেবে ছিলেন। সাংবাদিকরা সাধারণ মানুষের কাছে জানতে চায় আগে থেকে এখন আপনারা কেমন আছেন, তখন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাধারন মানুষ বলেন – আমাদের ইউনিয়ন টা বরাবরই আতঙ্কের কিন্তু আশা করি এখন যে নেতা আছেন বি এন পির নেতা আতাউর রহমান সে আমাদের ভালো রাখবেন। আগস্ট এর আগে আমরা খুব আতঙ্কে ছিলাম কিন্তু ওই তুলনামূলক এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি অন্য সব ইউনিয়ন গুলা থেকে আমাদের ইউনিয়নে মাদক ব্যবসা বেশি চলে কিন্তু এখন অনেক কমছে আশা করি আরো কমবে । অটো রিক্সাচালক সিএনজি চালক তারাও তাদের মনের কথা প্রকাশ করেন সাংবাদিকদের জানায়, আমাদের এখন কাউকে চাঁদা দিতে হয় না আমরা খুব সচ্ছলভাবে অটো সিএনজি রিক্সা চালকেরা সুন্দরভাবে চালাতে পারি,, আমাদের এই স্টানে অনেক জ্যাম ছিল এখানে লাইন মেন দেওয়া হয়েছে এখন আর আমরা জ্যামের সমস্যা পুহাতে হয় না আমাদের এলাকার নেতা আতাউর রহমান জনসেবায় আমরা খুব ভালো আছি। সাধারণ মানুষের মুখে আতাউর রহমান নাম শুনে সাংবাদিকরা তার সাথে বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। এবং আতাউর রহমান কে সাধারণ মানুষের উত্তরে তাকে কয়েকটা প্রশ্ন করা হয়। তাকে প্রথম প্রশ্ন করা হয় আপনি কি আগামীতে চেয়ারম্যান ইলেকশন করবেন কিনা? তখন উত্তরে বলেন আতাউর রহমান যে “জনগণ যদি আমাকে চায় আর আমার দল যদি আমাকে নমিনেশন দেয় আমি চেয়ারম্যান ইলেকশন করব আশাবাদী। সাংবাদিক নেতাকে বলেন ফুটপাত চাঁদাবাজির অভিযোগ উঠেছে আপনার নামে এ ব্যাপারে কি বলেন? উত্তরে নেতা বলেন, আমার বাবার আমল থেকে আমাদের কয়েকটা দোকান আছে আমরা ব্যবসায়িক, তাই চাঁদাবাজি করার কোন প্রশ্নই উঠে না। আপনারা সাংবাদিকরা যাচাই করে দেখেন যদি আমার নামে সত্যি হয় তাহলে আপনারা লিখে দেন,, কে বা কাহারা যেন আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে । আমি দীর্ঘবছর ধরে রাজনীতি করি দলকে ভালোবাসি তারেক রহমানের আদর্শে, আজহারুল ইসলাম মান্নান, মোশারফ তাদের নেতৃত্বে আমি চলার চেষ্টা করি খারাপ কাজ করার করার কোন মানেই হয় না। সাংবাদিক আতাউর রহমান কে আরেক প্রশ্ন করেন : বলে আপনার দলের প্রতি আপনি কি সন্তুষ্ট? উত্তরে নেতা বলে আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট অনেক ভালো একটা দল করি, বিএনপির দল আমাদেরকে সবসময় আদর্শের কথা বলে আমাদের মা খালেদা জিয়া এবং তারেক রহমান যে আদর্শ দেয় সেই আদর্শ নীতিমালায় আমি চলার চেষ্টা করি,আমার নামে আওয়ামী লীগের কিছু দোসররা এখনো মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাতে কি আসে যায় মানুষের কর্মে ই সব কিছু, আমি আমার কর্ম, গুন, কাজ দিয়ে প্রমাণ করতে চাই। চাঁদাবাজি লুটপাট এগুলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো কিছু কিছু রয়ে গেছে তারাই অপকর্ম গুলা করছে।। সাংবাদিকরা আরেকটা প্রশ্ন করেন আপনি জনগণের জন্য কাজ করার মধ্যে বিশেষভাবে কি কাজ করতে চান? এবং এলাকায় প্রচুর বহিরাগত লোক এর মধ্যে এলাকার বিভিন্ন গ্রুপ ষড়যন্ত্র চলছে তারই মধ্যে আপনি কিভাবে সাধারণ মানুষের পাশে থাকতে চান? সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নেতা উত্তর দেয়। প্রথমে মাদক ব্যবসা আমার ইউনিয়নে একেবারে শেষ করতে তবে একার পক্ষে সম্ভব না আপনারা সাংবাদিকরা, প্রশাসন এক হয়ে এ ব্যাপারে কঠিন ভাবে মাঠে থাকতে হবে । কিন্তু আগে থেকে কমেছে আপনারা সবাই পাশে থাকলে আমি সবটা শেষ করতে পারবো বলে মনে করি। আমি বলতে চাই আমাদের প্রাণপ্রিয় তারেক রহমানের নির্দেশনায় বাকি পথ চলতে চাই। কারণ তারেক রহমান সব সময় একটা কথা বলে থাকেন,,, দল করবেন ভালো কথা নিজের জন্য নয় সাধারণ জনগণকে নিয়ে কাজ করবেন সবসময়। আমিও আমাদের তারেক রহমানকে সেলুট দিয়ে বলতে চাই, নিজের জন্য নয় সাধারণ মানুষের পাশে থাকতে চাই তাদের কাছে যেতে চাই। অন্য সব ইউনিয়ন নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার ইউনিয়নবাসীরা যেন শান্তিতে বসবাস করতে পারে।। আমার ইউনিয়ন ছোট ছোট ছেলে বাচ্চারা যেন মাদক না ছুতে পারে এ ব্যাপারে আমি সচ্ছল হতে চাই। সর্বশেষ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে শেষ করলেন।।