ঢাকা , শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না Logo নিষেধাজ্ঞা থেকে ফিরেই মুশফিকের রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের তারকা Logo ভারত থেকে পণ্য নেওয়া বন্ধ করল অ্যামাজন-ওয়ালমার্টসহ বৈশ্বিক ব্র্যান্ডগুলো Logo রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে ঐকমত্য কমিশন Logo চাঁদাবাজি নয়, ভিডিও ধারণ করার কারণে খুন হন সাংবাদিক তুহিন Logo না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে Logo বন্দরে বকেয়া বেতনের দাবিতে স্টিল মিল শ্রমিকদের মহাসড়ক অবরোধ Logo বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড Logo বন্দরে বৃদ্ধ মাকে বাড়ি থেকে বের করে দিল সন্তান Logo গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বন্দর উপজেলা প্রেসক্লাব

রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপ্রতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিসানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরিফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিহানসহ পাঁচজন নিজেদের গাড়িতে চড়ে নরদিংদী আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু ফিলিং স্টেশনে যান।

সেখানে শিশু জিহানকে ভেতরে রেখে বাবা-মাসহ অন্যরা গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততোক্ষণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে শিশু জিহান ঘটনাস্থলেই মারা যায়।

সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত জিসানের স্বজনদের। পরে স্বজনরা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পালিয়ে যায়।

নিহত জিসানের বাবা শরিফ মিয়া জানান, গাড়িতে গ্যাস নেয়ার সময় লিকেজ দেখে তিনি সিএনজি স্টেশনের কর্মীদের জানিয়েছিলেন। তারা গুরুত্ব না দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে এবং তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাইভেটকারে আগুনে পুড়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ব্রণ দূর করতে নিজের ‘থুতু’ ব্যবহার করেন তামান্না

রূপগঞ্জে গ্যাস নেয়ার সময় প্রাইভেটকারে আগুন, শিশু নিহত

আপডেট সময় ০৯:৫৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নেওয়ার সময় প্রাইভেটকারে অগ্নিকান্ডের ঘটনায় জিহান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কর্নগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে গ্যাস নেওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহত জিহান উপজেলার রূপসী নয়ানগর এলাকার শরীফ মিয়ার ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপগঞ্জের রূপসী থেকে নরসিংদীর সাহেপ্রতাব যাওয়ার পথে কর্ণগোপ এলাকার রংধনু সিএনজি পাম্পে প্রাইভেটকারে গ্যাস নেওয়ার সময় সিএনজি ডেলিভারি নজেলের পাইপ লিকেজ থেকে প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুনে পুরো প্রাইভেটকারটি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় প্রাইভেটকারে ভিতরে থাকা শিশু জিসানের মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান, বিকেলে রূপগঞ্জের রূপসী এলাকা থেকে শরিফ মিয়া তার স্ত্রী ও ছেলে জিহানসহ পাঁচজন নিজেদের গাড়িতে চড়ে নরদিংদী আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে তারা গাড়িতে গ্যাস নেয়ার জন্য কর্নগোপ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রংধনু ফিলিং স্টেশনে যান।

সেখানে শিশু জিহানকে ভেতরে রেখে বাবা-মাসহ অন্যরা গাড়ি থেকে নেমে পড়েন। গ্যাস নেয়ার সময় সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। এসময় সবাই গাড়ির দিকে ছুটে গেলেও ততোক্ষণে পুরো গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে এবং আগুনে পুড়ে শিশু জিহান ঘটনাস্থলেই মারা যায়।

সিএনজি স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ নিহত জিসানের স্বজনদের। পরে স্বজনরা এসে সিএনজি স্টেশনে ভাঙচুর করলে কর্মকর্তা ও কর্মচারীরা সবাই পালিয়ে যায়।

নিহত জিসানের বাবা শরিফ মিয়া জানান, গাড়িতে গ্যাস নেয়ার সময় লিকেজ দেখে তিনি সিএনজি স্টেশনের কর্মীদের জানিয়েছিলেন। তারা গুরুত্ব না দেয়ায় এই দুর্ঘটনা ঘটেছে এবং তার শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন তিনি।

দুর্ঘটনার খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত জিসানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়।

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, প্রাইভেটকারে আগুনে পুড়ে নিহত শিশুটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।