ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা Logo সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন Logo সোনারগাঁ পৌর বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন Logo মাকসুদ চেয়ারম্যানকে বন্দরের মাটিতে নির্বাচন করতে দিবো না : সাখাওয়াত Logo সাংবাদিক জিএম শহীদের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন রূপগঞ্জ সকল সাংবাদিকবৃন্দ Logo শহরে জেলা নৌ-যান শ্রমিক কর্মচারী দলের মত বিনিময় সভা অনুষ্ঠিত Logo জুলাই সনদ ও শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করতে হবে – মমিনুল হক সরকার Logo শাসনগাও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল জুতা ও ক্রীড়া সামগ্রী বিতরণ Logo ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা নয় যেন মরণ ফাঁদ Logo সন্ত্রাসের পুনর্বাসন ও ভয়ের সংস্কৃতি রাজনীতি: একটি জাতীয় সংকট

সেতুর ওপর বাঁশের সাঁকো

সেতু আছে। কিন্তু সেই সেতু দিয়ে চলাচল করা যায় না। উল্টো সেতুর ওপর বানানো হয়েছে বাঁশের সাঁকো। এখন এই সাঁকোই ভরসা এলাকাবাসীর। আবার এই সেতু দিয়ে পারাপার হতে গিয়ে পড়ে আহতও হয়েছেন অনেকে। বিশেষ করে শিক্ষার্থী, নারী বৃদ্ধরা পড়েছেন বেশি বিপাকে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা এলাকায় দেখা গেছে এমন চিত্র।

একই রাস্তায় নির্মিত পরপর দুটি সেতুরই একই অবস্থা। পার্শ্ববর্তী আরেকটি সেতু একেবারেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে আড়াইহাজারের খাগকান্দা থেকে নয়নাবাদ যাওয়ার পথে রাস্তায় পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় আরেকটি সেতু নির্মাণ হয়। সেতুগুলো উদ্বোধন করেছিলেন তৎকালীন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। যিনি বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ রয়েছে- এই তিনটি সেতু নির্মাণে কোনো রকমের পাইলিং করা হয়নি। শুধুমাত্র ভাসমান পিলার দিয়েই করা হয়েছে নির্মাণকাজ। যে কারণে নির্মাণের বছর পার না হতেই বর্ষা মৌসুমে ডেবে গেছে সেতু। সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর লোকজন সেতু নির্মাণের নামে টাকা আত্মসাতের জন্য এই কাজটি করেছেন।

ফলে সেতু নির্মাণের মধ্যদিয়ে বাবুর লোকজনদের পকেট ভরেছে, কিন্তু এলাকাবাসীর কোনো উপকার হয়নি। বর্তমানে চলাচলের জন্য বাঁশের সাঁকোই এলাকাবাসীর প্রধান ভরসা।

বর্তমানে তিনটি সেতুই ধসে পড়ে রয়েছে। সেতুর দুই পাশের মাটিও সরে গেছে। এ অবস্থায় জরুরিভাবে হাঁটাচলার জন্য সেতুর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু শিক্ষার্থী ও বৃদ্ধদের সেই সাঁকো দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য। আর যানবাহন চলাচল তো একেবারেই বন্ধ। ফলে ভোগান্তি পোহাচ্ছে কয়েক ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। অথচ সড়কটি খাগকান্দা থেকে শান্তির বাজার আসা-যাওয়ার সহজ রাস্তা।

ফিরোজ মিয়া নামে এক অটোরিকশা চালক বলেন, কোনো পাইলিং ছাড়াই ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে। যার কারণে বর্ষা মৌসুমে এগুলো ডেবে গেছে। ব্রিজ দিয়ে আমাদের এলাকাবাসীর কোনো উপকার হয়নি। যারা ব্রিজ নির্মাণ করেছে তাদের পকেট ভরেছে। আর আমাদের দুর্ভোগ বেড়েছে। আমাদের অনেক কষ্ট করেই যাতায়াত করতে হয়।

কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মীম বলেন, প্রতিদিন আমাদের বাঁশের সাঁকো পার হয়ে কলেজে যেতে হয়। যারা ছোট তারা অন্যের সহযোগিতা ছাড়া একা স্কুলে যেতে পারে না। অনেক সময় কেউ কেউ সেতু থেকে পড়ে গিয়ে আহত হয়। এই সেতু থাকা না থাকা আমাদের জন্য সমান কথা। আমাদের কোনো উপকারেই আসেনি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। যত দ্রুত সম্ভব এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে জানান কাঠমান্ডুগামী বিমানে বোমা

সেতুর ওপর বাঁশের সাঁকো

আপডেট সময় ১১:১৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫

সেতু আছে। কিন্তু সেই সেতু দিয়ে চলাচল করা যায় না। উল্টো সেতুর ওপর বানানো হয়েছে বাঁশের সাঁকো। এখন এই সাঁকোই ভরসা এলাকাবাসীর। আবার এই সেতু দিয়ে পারাপার হতে গিয়ে পড়ে আহতও হয়েছেন অনেকে। বিশেষ করে শিক্ষার্থী, নারী বৃদ্ধরা পড়েছেন বেশি বিপাকে। নারায়ণগঞ্জের আড়াইহাজারের খাগকান্দা এলাকায় দেখা গেছে এমন চিত্র।

একই রাস্তায় নির্মিত পরপর দুটি সেতুরই একই অবস্থা। পার্শ্ববর্তী আরেকটি সেতু একেবারেই অকেজো অবস্থায় পড়ে রয়েছে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৮ সালে আড়াইহাজারের খাগকান্দা থেকে নয়নাবাদ যাওয়ার পথে রাস্তায় পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়। একই সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় আরেকটি সেতু নির্মাণ হয়। সেতুগুলো উদ্বোধন করেছিলেন তৎকালীন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। যিনি বর্তমানে দেশ ছেড়ে পালিয়ে বিদেশে আত্মগোপনে রয়েছেন।

অভিযোগ রয়েছে- এই তিনটি সেতু নির্মাণে কোনো রকমের পাইলিং করা হয়নি। শুধুমাত্র ভাসমান পিলার দিয়েই করা হয়েছে নির্মাণকাজ। যে কারণে নির্মাণের বছর পার না হতেই বর্ষা মৌসুমে ডেবে গেছে সেতু। সাবেক এমপি নজরুল ইসলাম বাবুর লোকজন সেতু নির্মাণের নামে টাকা আত্মসাতের জন্য এই কাজটি করেছেন।

ফলে সেতু নির্মাণের মধ্যদিয়ে বাবুর লোকজনদের পকেট ভরেছে, কিন্তু এলাকাবাসীর কোনো উপকার হয়নি। বর্তমানে চলাচলের জন্য বাঁশের সাঁকোই এলাকাবাসীর প্রধান ভরসা।

বর্তমানে তিনটি সেতুই ধসে পড়ে রয়েছে। সেতুর দুই পাশের মাটিও সরে গেছে। এ অবস্থায় জরুরিভাবে হাঁটাচলার জন্য সেতুর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করা হয়। কিন্তু শিক্ষার্থী ও বৃদ্ধদের সেই সাঁকো দিয়ে চলাচল করা খুবই কষ্টসাধ্য। আর যানবাহন চলাচল তো একেবারেই বন্ধ। ফলে ভোগান্তি পোহাচ্ছে কয়েক ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। অথচ সড়কটি খাগকান্দা থেকে শান্তির বাজার আসা-যাওয়ার সহজ রাস্তা।

ফিরোজ মিয়া নামে এক অটোরিকশা চালক বলেন, কোনো পাইলিং ছাড়াই ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে। যার কারণে বর্ষা মৌসুমে এগুলো ডেবে গেছে। ব্রিজ দিয়ে আমাদের এলাকাবাসীর কোনো উপকার হয়নি। যারা ব্রিজ নির্মাণ করেছে তাদের পকেট ভরেছে। আর আমাদের দুর্ভোগ বেড়েছে। আমাদের অনেক কষ্ট করেই যাতায়াত করতে হয়।

কবি নজরুল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী মীম বলেন, প্রতিদিন আমাদের বাঁশের সাঁকো পার হয়ে কলেজে যেতে হয়। যারা ছোট তারা অন্যের সহযোগিতা ছাড়া একা স্কুলে যেতে পারে না। অনেক সময় কেউ কেউ সেতু থেকে পড়ে গিয়ে আহত হয়। এই সেতু থাকা না থাকা আমাদের জন্য সমান কথা। আমাদের কোনো উপকারেই আসেনি।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন বলেন, আমি এ বিষয়ে খোঁজ নিয়ে দেখছি। যত দ্রুত সম্ভব এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।