নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে বিআইডব্লিউটিএ’র উদ্যোগে দৃষ্টিনন্দন ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। ইকোপার্কে যাতায়াতের জন্য চলছে সড়ক নির্মাণের কার্যক্রম।
মঙ্গলবার সড়ক নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে যান বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন, উপ পরিচালক মোবারক হোসেন মজুমদারসহ কর্মকর্তারা।
বিআইডব্লিউটিএ’র উপ পরিচালক মোবারক হোসেন মজুমদার জানান, সিদ্ধিরগঞ্জের পানিরকল এলাকায় শীতলক্ষ্যার তীরে পৌনে ২ একর জমিতে বিআইডব্লিউটিএ ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। অবৈধ দখলদাররা মামলা করে নির্মাণ কাজে বিঘ্ন সৃষ্টি করেছিল।
সড়ক নির্মাণকাজেও বাধা দিয়েছিল। এলাকাবাসীর সহযোগিতায় সকল বাধা নিরসন করে সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়কটি নির্মাণ কাজ শেষ হলে ইকোপার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
যুগ্ম পরিচালক ইসমাইল হোসেন জানান, ইকোপার্কে দর্শনার্থীদের বিনোদনের নানা ব্যবস্থা থাকবে। ইকোপার্কে বসে শীতলক্ষ্যা তীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।