নিজস্ব প্রতিবেদক : ফুতল্লায় বক্তাবলি এলাকায় জোরপুর্বক আম মোক্তার জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এমনকি জমির মালিকের স্থাপিত সাইনবোর্ড ও গাছ কেটে সাফা করে ফেলেছে ওই সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন ভুক্তভোগী শাহীন।
অভিযোগে জানা যায় যে, ২০১৩ সালে ফতুল্লা থানাধীন, বক্তাবলী ১৭২ নং মৌজা, সিএস ২৪৮৭ দাগ, এসএস ২৪৭০ লাগ, আর এস ৭৯৪৩ বাগ , ৯৮ শতাংশ জমি। যা শাহীন, মো. আমির, আক্তার, আতাউর আম-মোক্তার মূলে ভোগ দখল করে আসছে। গত ১লা জানুয়ারী বিবাদী কাশিপুর নরসিংপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুমন, ডনচেম্বার এলাকার শাহিন ও তার সন্ত্রাসী বাহিনী জমিটি জোরপুর্বক দখলে নিতে ভাংচুর ও গাছ কেটে নির্মাণ কাজের পায়তারা চালাচ্ছে। তবে কোনো কাগজাদি নিয়ে সমাধান ছাড়াই ওই জমিটি তাদের বলে দাবি করছে। পরে স্থানীয় গনামান্য ব্যাক্তিদের নিয়ে এ বিষয়ে গত ৩ জানুয়ারী সন্ধা ৬টায় সমাধান করিতে চাইলে বিবাদীরা উপস্থিত হয় নাই। এ নিয়ে প্রতিবাদ জানাতে গেলে উল্টো প্রাণনাশের হুমকী দিচ্ছে। এতে ভুক্তভোগীরা নিরাপত্তাহীণতায় ভোগছে। তাই যেকোনো অপ্রীতিকর ঘটনার পুর্বে বিষয়টি সমাধানে পুলিশ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শরিফুলকে মুঠোফোনে কল দেয়া হলে তিনি জানান, অভিযোগ তো অনেকই হয়। এই মুহুর্তে বলা যাচ্ছে না। তবে ওইখানে আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নিবো