ঢাকা , শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জ ঘুরে গেলেন বেলজিয়ামের রানী মাথিল্ডে

নারায়ণগঞ্জের একটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাণী মাথিল্ডে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাণী নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফকির অ্যাপারেলস পরিদর্শন করেন। এ সময় রাণীর সঙ্গে উপস্থিত ছিলেন, ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, সহকারি পরিচালক ফকির নাফিজুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোঃ হাতিম, বিজিএমইএর সভাপতি ফারুক হাসানসহ অন্যরা।

 

রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন। পরে রাণী নারায়ণগঞ্জে ইউনিসেফ পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রতিষ্ঠান পরিদর্শন করে রানী অভিভূত হন এই কারণে যে, বিশে^র মধ্যে সবচেয়ে বেশি গ্রীন পোশাকশিল্প বাংলাদেশে এবং এগুলোতে আধুনিকতার ছোঁয়া আছে। রানী নারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। রানী জানতে চান, শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা আছে। শ্রমিকদের কর্মঘন্টা কতটুক, শ্রমিকদের বাচ্চাদের কিভাবে রাখা হয় তাও জানতে চান তিনি। বাচ্চাদের রাখার ডে কেয়ার, থাকা খাওয়া, পড়াশোনার জায়গা দেখে রানী সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচারের যে ঘাটতি ছিল তা বেলজিয়ামের রানীর সফরের মাধ্যমে পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

 

রানীর সফরের বিষয়ে ফকির অ্যাপারেলসের পরিচালক ফকির নাফিজুজ্জামান বলেন, বেলজিয়ামের রানীর বাংলাদেশ সফর দেশের পোশাক শিল্পের জন্য একটি মাইল ফলক হবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ঘুরে গেলেন বেলজিয়ামের রানী মাথিল্ডে

আপডেট সময় ০৫:৪৩:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩

নারায়ণগঞ্জের একটি তৈরী পোশাক কারখানা পরিদর্শন করেছেন বেলজিয়ামের রাণী মাথিল্ডে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাণী নারায়ণগঞ্জের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফকির অ্যাপারেলস পরিদর্শন করেন। এ সময় রাণীর সঙ্গে উপস্থিত ছিলেন, ফকির অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফকির মনিরুজ্জামান, সহকারি পরিচালক ফকির নাফিজুজ্জামান, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোঃ হাতিম, বিজিএমইএর সভাপতি ফারুক হাসানসহ অন্যরা।

 

রানী মাথিল্ডে জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন। পরে রাণী নারায়ণগঞ্জে ইউনিসেফ পরিচালিত একটি স্কুল পরিদর্শন করেন। বিকেলে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

প্রতিষ্ঠান পরিদর্শন করে রানী অভিভূত হন এই কারণে যে, বিশে^র মধ্যে সবচেয়ে বেশি গ্রীন পোশাকশিল্প বাংলাদেশে এবং এগুলোতে আধুনিকতার ছোঁয়া আছে। রানী নারী শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করেন। রানী জানতে চান, শ্রমিকদের জন্য কি কি ব্যবস্থা আছে। শ্রমিকদের কর্মঘন্টা কতটুক, শ্রমিকদের বাচ্চাদের কিভাবে রাখা হয় তাও জানতে চান তিনি। বাচ্চাদের রাখার ডে কেয়ার, থাকা খাওয়া, পড়াশোনার জায়গা দেখে রানী সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের পোশাক শিল্পের বিশ্বব্যাপী প্রচারের যে ঘাটতি ছিল তা বেলজিয়ামের রানীর সফরের মাধ্যমে পূরণ হবে বলে মনে করা হচ্ছে।

 

রানীর সফরের বিষয়ে ফকির অ্যাপারেলসের পরিচালক ফকির নাফিজুজ্জামান বলেন, বেলজিয়ামের রানীর বাংলাদেশ সফর দেশের পোশাক শিল্পের জন্য একটি মাইল ফলক হবে।