ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

যেভাবে মায়ের কোলে ফিরল দেড় বছরের শিশু ওমর

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ ২০ মাসের শিশু আরাফাত ওমর মায়ের কোলে ফিরেছে। নিখোঁজের একদিন পর বুধবার (১১ ডিসেম্বর) মুন্সীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গত ১০ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ হয় শিশু আরাফাত ওমর। সেদিন রাতেই কেরানীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন ওমরের মা শাহানা।

জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজারের মিষ্টির দোকানে অজ্ঞাত এক নারী ওই শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে নিতে কেউ না আসায় দোকানদার বিষয়টি নিমতলা হাট ও বাজার কমিটির সভাপতি মো. সজিব মোড়ল ও সাধারণ সম্পাদক মো. সাগর শেখকে জানান। পরে খবর পেয়ে বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসানসহ স্বেচ্ছাসেবীরা শিশুটিকে নিয়ে গিয়ে প্রশাসনকে জানায়। এছাড়া ফেসবুকে পোস্ট করা করেন। ফেসবুকে দেখে সিরাজদিখান থানায় ছুটে আসেন শিশুর মা শাহানাম বেগম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

যেভাবে মায়ের কোলে ফিরল দেড় বছরের শিশু ওমর

আপডেট সময় ১১:২৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ ২০ মাসের শিশু আরাফাত ওমর মায়ের কোলে ফিরেছে। নিখোঁজের একদিন পর বুধবার (১১ ডিসেম্বর) মুন্সীগঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

গত ১০ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জের কদমতলী থেকে নিখোঁজ হয় শিশু আরাফাত ওমর। সেদিন রাতেই কেরানীগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন ওমরের মা শাহানা।

জানা গেছে, মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা বাজারের মিষ্টির দোকানে অজ্ঞাত এক নারী ওই শিশুটিকে রেখে পালিয়ে যায়। পরে শিশুটিকে নিতে কেউ না আসায় দোকানদার বিষয়টি নিমতলা হাট ও বাজার কমিটির সভাপতি মো. সজিব মোড়ল ও সাধারণ সম্পাদক মো. সাগর শেখকে জানান। পরে খবর পেয়ে বিক্রমপুর রক্তদান সংস্থার সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হাসানসহ স্বেচ্ছাসেবীরা শিশুটিকে নিয়ে গিয়ে প্রশাসনকে জানায়। এছাড়া ফেসবুকে পোস্ট করা করেন। ফেসবুকে দেখে সিরাজদিখান থানায় ছুটে আসেন শিশুর মা শাহানাম বেগম।