ঢাকা , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

তবু জিনপিংকে ডাকলেন ট্রাম্প

বাণিজ্য এবং ফেন্টানাইল পাচার নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরের মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, চলতি বছরের ৫ নভেম্বর বিশাল জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর পরের বছর জানুয়ারির ২০ তারিখ পরবর্তী চার বছরের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নির্বাচিত প্রার্থী। সে নিয়মে আসছে জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। নির্বাচিত হওয়ার পরপরই শি জিনপিংকে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে শি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস। তবে সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ বিষয়টি জানিয়েছেন। ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিকের নাম মনোনীত করেছেন। যার মধ্যে সিনেটর মার্কো রুবি পররাষ্ট্র সচিবের জন্য মনোনীত হয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বেইজিং যদি ভয়াবহ মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে কোনো উদ্যোগ না নেয় তা হলে অতিরিক্ত শুল্কনীতির কবলে পড়বে চীন। এর আগে নির্বাচনি প্রচারের সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক বাস্তবায়িত হলে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতিতে পারস্পরিক বাণিজ্য যুদ্ধ ত্বরান্বিত হবে বলে সতর্ক করেছে বেইজিং।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

তবু জিনপিংকে ডাকলেন ট্রাম্প

আপডেট সময় ১১:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বাণিজ্য এবং ফেন্টানাইল পাচার নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০২৫ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের পরের মেয়াদের জন্য ক্ষমতা গ্রহণ করবেন ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, চলতি বছরের ৫ নভেম্বর বিশাল জয় পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর পরের বছর জানুয়ারির ২০ তারিখ পরবর্তী চার বছরের জন্য আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নির্বাচিত প্রার্থী। সে নিয়মে আসছে জানুয়ারিতে ক্ষমতায় বসতে যাচ্ছেন রিপাবলিকান নেতা ট্রাম্প। নির্বাচিত হওয়ার পরপরই শি জিনপিংকে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তবে শি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস। তবে সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে।

এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ বিষয়টি জানিয়েছেন। ট্রাম্প তার প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বেশ কয়েকজন চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিকের নাম মনোনীত করেছেন। যার মধ্যে সিনেটর মার্কো রুবি পররাষ্ট্র সচিবের জন্য মনোনীত হয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বেইজিং যদি ভয়াবহ মাদকদ্রব্য ফেন্টানাইলের পাচার বন্ধে কোনো উদ্যোগ না নেয় তা হলে অতিরিক্ত শুল্কনীতির কবলে পড়বে চীন। এর আগে নির্বাচনি প্রচারের সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীনা পণ্যে অতিরিক্ত শুল্ক বাস্তবায়িত হলে বিশ্বের শীর্ষ দুটি অর্থনীতিতে পারস্পরিক বাণিজ্য যুদ্ধ ত্বরান্বিত হবে বলে সতর্ক করেছে বেইজিং।