ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিক থেকে বিদায়ের পরই অবসরে টেনিস তারকা

চোট জর্জরিত ক্যারিয়ারের ইতি টানলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকে এক সপ্তাহের নাটকীয়তা শেষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মারে-ড্যান ইভান্স জুটি। যুক্তরাষ্ট্রের টমি পল ও টেইলর ফ্রিটজ জুটির কাছে তারা ৬-২, ৬-৪ সেটে হেরেছেন। এরপরই টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী মারে।

তবে বিদায়বেলায় ক্যারিয়ার নিয়ে গর্বের অনুভূতির কথাই বললেন তিনি। এবার হতাশাজনক বিদায় হলেও, এর আগে দুইবার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মারে। এবারও প্যারিসে তিনি প্রথমে একক এবং দ্বৈত উভয় বিভাগেই অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অংশ নেন কেবল দ্বৈত বিভাগে।

অবসরের ঘোষণা দিয়ে মারে বলেন, ‘ভালো অনুভূত হচ্ছে। আমি কয়েক মাস ধরে ভাবছিলাম, এই (অবসর) সময়টি আসছে। যদি আজ না হয়, ঠিক দু’দিন পরই সময়টা আসত এবং আমি তার জন্য প্রস্তুত। অবশ্যই এটি আবেগঘন মুহূর্ত, শেষবার কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলছি। তবে আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন এবং এই খেলা যা কিছু দিয়েছে তা নিয়ে গর্বিত। যেভাবে শেষ হলো, এতে আমি খুশি।’

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অলিম্পিক থেকে বিদায়ের পরই অবসরে টেনিস তারকা

আপডেট সময় ০৪:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪

চোট জর্জরিত ক্যারিয়ারের ইতি টানলেন টেনিস তারকা অ্যান্ডি মারে। প্যারিস অলিম্পিকে এক সপ্তাহের নাটকীয়তা শেষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে মারে-ড্যান ইভান্স জুটি। যুক্তরাষ্ট্রের টমি পল ও টেইলর ফ্রিটজ জুটির কাছে তারা ৬-২, ৬-৪ সেটে হেরেছেন। এরপরই টেনিস থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী মারে।

তবে বিদায়বেলায় ক্যারিয়ার নিয়ে গর্বের অনুভূতির কথাই বললেন তিনি। এবার হতাশাজনক বিদায় হলেও, এর আগে দুইবার অলিম্পিকে স্বর্ণ জিতেছেন মারে। এবারও প্যারিসে তিনি প্রথমে একক এবং দ্বৈত উভয় বিভাগেই অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে অংশ নেন কেবল দ্বৈত বিভাগে।

অবসরের ঘোষণা দিয়ে মারে বলেন, ‘ভালো অনুভূত হচ্ছে। আমি কয়েক মাস ধরে ভাবছিলাম, এই (অবসর) সময়টি আসছে। যদি আজ না হয়, ঠিক দু’দিন পরই সময়টা আসত এবং আমি তার জন্য প্রস্তুত। অবশ্যই এটি আবেগঘন মুহূর্ত, শেষবার কোনো প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ খেলছি। তবে আমি আমার ক্যারিয়ার, আমার অর্জন এবং এই খেলা যা কিছু দিয়েছে তা নিয়ে গর্বিত। যেভাবে শেষ হলো, এতে আমি খুশি।’