ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী

প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে এসে প্রথম সোনার দেখা পেলো দক্ষিণ কোরিয়া। দেশকে এমন সম্মান এনে দিলেন ১৬ বছরের এক হাইস্কুল ছাত্রী।

সোমবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন, যিনি এখনও হাইস্কুলে পড়ছেন।

সোনার লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও কম, মাত্র ১৭। দুই কিশোরীর স্কোর ছিল সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।

১৭ বছরের ইউতিং জেতেন রূপা। চলতি প্যারিস অলিম্পিকে ইউতিংয়ের এটি দ্বিতীয় পদক। শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।

ট্যাগস
জনপ্রিয় সংবাদ

অলিম্পিকে সোনা জিতলো ১৬ বছরের স্কুলছাত্রী

আপডেট সময় ০৫:০৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

প্যারিস অলিম্পিকের তৃতীয় দিনে এসে প্রথম সোনার দেখা পেলো দক্ষিণ কোরিয়া। দেশকে এমন সম্মান এনে দিলেন ১৬ বছরের এক হাইস্কুল ছাত্রী।

সোমবার মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন দক্ষিণ কোরিয়ার বান হিওইন, যিনি এখনও হাইস্কুলে পড়ছেন।

সোনার লড়াইয়ে বান হিওইনের প্রতিদ্বন্দ্বী ছিলেন চীনের হুয়াং ইউতিং। তার বয়সও কম, মাত্র ১৭। দুই কিশোরীর স্কোর ছিল সমান ২৫১.৮। এরপর শুটঅফে সোনাজয়ী চূড়ান্ত হয়।

১৭ বছরের ইউতিং জেতেন রূপা। চলতি প্যারিস অলিম্পিকে ইউতিংয়ের এটি দ্বিতীয় পদক। শনিবার সতীর্থ শেং লিহাওকে নিয়ে ১০ মিটার মিক্সড টিম এয়ার রাইফেলে সোনা জিতেছিলেন ইউতিং।

মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ জিতেছেন সুইজারল্যান্ডের ২১ বছর বয়সী শুটার অড্রি গোগনিয়াট।