ঢাকা , বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহ শহরের রাস্তাঘাট

দুইদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে গেছে নগরীর প্রায় সব সড়ক। বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়েছে পানি।

গত দুই দিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সারাদিন ও রাতভর ব্যাপক বৃষ্টি হয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, ড্রেনেজ-ব্যবস্থা সচল থাকলেও টানা বৃষ্টির পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতরে পানি ঢুকে গেছে।

জানা গেছে, নগরীর চরপাড়া, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, আরকে মিশন রোড, বলাশপুর, গোহাইকান্দি, গোলকিবাড়ি, কলেজরোড, আকুয়াসহ নগরীর প্রায় সব এলাকার রাস্তাঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ড্রেনের পানি বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও ঢুকে পড়েছে।

এসব এলাকার প্রধান সড়কের কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক ছুঁই ছুঁই পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বাসায় পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন সেসব বাসার বাসিন্দারা।

এছাড়াও সারা জেলায় টানা বৃষ্টির কারণে মানুষের ফসলের জমি, মাছের পুকুরসহ নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

পাওয়ার ডেভেলপমেন্ট গ্রিড অব কোম্পানির (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, টানা বর্ষণে পুরো গ্রিডে পানি উঠেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, বৃষ্টি কিছুটা কমায় পানিও কমতে শুরু করেছে। দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে একটি টিম কাজ করছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পানিতে তলিয়ে গেছে ময়মনসিংহ শহরের রাস্তাঘাট

আপডেট সময় ১০:১১:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

দুইদিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহ নগরীর অধিকাংশ অঞ্চল পানিতে ডুবে গেছে। হাঁটু থেকে কোমরপানিতে তলিয়ে গেছে নগরীর প্রায় সব সড়ক। বাসাবাড়ি ও দোকানপাটেও ঢুকে পড়েছে পানি।

গত দুই দিন ধরে থেমে থেমে হালকা বৃষ্টিপাতের পর বৃহস্পতিবার সারাদিন ও রাতভর ব্যাপক বৃষ্টি হয়। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল পর্যন্ত মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, ড্রেনেজ-ব্যবস্থা সচল থাকলেও টানা বৃষ্টির পানি সরতে না পেরে অনেক ঘর ও দোকানপাটের ভেতরে পানি ঢুকে গেছে।

জানা গেছে, নগরীর চরপাড়া, গাঙ্গিনাপাড়, নতুন বাজার, আরকে মিশন রোড, বলাশপুর, গোহাইকান্দি, গোলকিবাড়ি, কলেজরোড, আকুয়াসহ নগরীর প্রায় সব এলাকার রাস্তাঘাট ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃষ্টির সঙ্গে ড্রেনের পানি বিভিন্ন এলাকার বাসাবাড়িতেও ঢুকে পড়েছে।

এসব এলাকার প্রধান সড়কের কোথাও হাঁটু, কোথাও কোমর, আবার কোথাও বুক ছুঁই ছুঁই পানিতে তলিয়ে গেছে। কিছু কিছু বাসায় পানি ঢুকে যাওয়ায় বিপাকে পড়েছেন সেসব বাসার বাসিন্দারা।

এছাড়াও সারা জেলায় টানা বৃষ্টির কারণে মানুষের ফসলের জমি, মাছের পুকুরসহ নিচু এলাকার ঘরবাড়ি তলিয়ে গেছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন সাধারণ কৃষক ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ।

পাওয়ার ডেভেলপমেন্ট গ্রিড অব কোম্পানির (পিজিসিবি) নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, টানা বর্ষণে পুরো গ্রিডে পানি উঠেছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু জানান, বৃষ্টি কিছুটা কমায় পানিও কমতে শুরু করেছে। দ্রুত পানি সরে যাওয়ার ব্যবস্থা করতে একটি টিম কাজ করছে।