রুদ্রবার্তা রিপোর্ট: সোনারগাঁও বৈদ্যের বাজার ইউনিয়ন – সানাউল্লাহ বেপারী সে নিজেকে বহুরূপী বেপারী করেই চলে, জাতীয় পার্টির সৈনিক হয়ে সাবেক এম পির নির্দেশে করোনা লিডার হিসেবে কাজ করে, সেখান থেকে মনের মতো অর্থ আত্মসাৎ করার সুযোগ না পেয়ে, আওয়ামী লীগের কালাম এর লোক বনে যায় সানাউল্লাহ , পরবর্তীতে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কালামের নির্বাচনে কাজ করে কিছু টাকা ইনকাম করেন।তার কিছুদিন পরেই এলাকায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে গণপিটুনি খেয়ে পুলিশের হাতে আটক হয়,এখন আবার জানা যায় জামায়াতে ইসলামীতে সহযোগী হিসেবে কাজ করছে এই সংগঠনে সদস্য হওয়ার নতুন কুটকৌশল চালাচ্ছে সানাউল্লাহ বেপারি, খুজ নিয়ে জানা যায় এলাকার স্থানীয় লোকজনদের বিভিন্ন ভাবে হয়রানি ও মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে জীবিকা নির্বাহ করে, তার কোন কর্ম নেই,সানাউল্লাহ চিটারি, বাটপারি করে জীবিকা নির্বাহ করে, কিছুদিন পূর্বে আওয়ামীলীগ দোসর হিসেবে সোনারগাঁও থানা পুলিশ গ্রেফতার করেন, পরবর্তীতে ১ মাস পর জামিনে বের হয়ে আসেন,বের হয়েই পাগলের মতন অর্থ খুদায় জমি দখল কাজে সহযোগী কখনো মাদক সেবীদের সহযোগী, আবার সুযোগে চাদাঁবাজিতে লিপ্ত এই সানাউল্লাহ বেপারী, তার বহুরূপী প্রতারণায় এলাকার স্থানীয় লোকজন অতিষ্ঠ হয়ে পরেছে, তবে সাধারণ মানুষ ভয়ে তাকে কেউ কিছু বলছে না,নাম প্রকাশে অনিচ্ছুক সাধারণ মানুষ সরকারের কাছে এর প্রতিকার চায়।
ঢাকা
,
মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :










আতঙ্কে এলাকাবাসী’ তবুও নিরব, প্রতিকার মিলবে কোথায়
-
রুদ্রকন্ঠ ডেস্ক :
- আপডেট সময় ০২:৫৭:০২ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
- 4
জনপ্রিয় সংবাদ