আনিছুর রহমান রুবেল: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অনুমোদিত মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা বীজ ও সার ডিলার সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুর ১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠান আয়োজন করে উপজেলা বীজ ও সার ডিলার সমিতির সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত। প্রধান বক্তা ছিলেন ঢাকা অঞ্চলের বিএডিসি (বীজ বিপণন) উপপরিচালক ড. মোহাম্মদ আকিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র।
উপজেলা বীজ ও সার ডিলার সমিতির সভাপতি আতাউর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুন্সীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বীজ ও সার ডিলার সমিতির সভাপতি হাজী মো. মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নান্নু।
উল্লেখ্য, গত ৩ আগস্ট সিরাজদিখান উপজেলা বিএডিসি বীজ ও সার ডিলার সমিতির নতুন ১৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হন মো. আতাউর রহমান হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি মো. মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মুন্সী, সহ-সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান বিপ্লব ও প্রচার সম্পাদক মো. ইসমাইল খন্দকার,সদস্য পদে রয়েছেন,মো. আশরাফুল ইসলাম, মো. আক্কাস দেওয়ান, মো. হাসমত আলী ও মো. দেলোয়ার হোসেন,উপদেষ্টা পদে রয়েছেন,হাজী মো. মোতাহার হোসেন, মো. ফজলুল হক, শেখ দলিল উদ্দিন আহম্মেদ, সামসুদ্দিন আহম্মেদ খায়ের, মো. ইসলাম শেখ, মো. নুরুল ইসলাম, হাজী মো. তাজুল ইসলাম ও মো. গোলাম রব্বানি।