গজারিয়া ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার নদী বেষ্টনী অঞ্চল গুয়াগাছিয়া ইউনিয়নে রয়েছে কয়েকটি নৌ ডাকাত দল। এসব নৌ ডাকাত দল কর্তৃক সম্প্রতি তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এদিকে তাদের অপতৎপরতা বন্ধ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
শনিবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে পাচটায় গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে অনুষ্ঠিত এই মানববন্ধনে হোগলাকান্দি ও জামালপুর গ্রামের কয়কশত নারী পুরুষ মানব বন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। এসময় মানব বন্ধন শেষে নিহত হৃদয় বাঘের স্বজনরা বাড়ি যাওয়ার পথে নয়ন পিয়াসের নারীপুরুষ কয়েকটি ইঞ্জিন চালিত নৌকায় এসে তাদের উপর হামলা চালায় । এসময় সাংবাদিক ও মানব বন্ধনে অংশ নেওয়া লোকজন প্রায় একঘন্টা অবরুদ্ধ ও ভীতিকর অবস্থায় ছিলো। সদ্য গুয়াগাছিয়া তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধদের উদ্ধার করে পুলিশ হেফাজত বাড়ি পাটিয়ে দেয় । এসময় নিহত হৃদয় বাঘের মা মানছুরা বেগম বলেন, ‘ গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন-পিয়াস ও লালু গ্রুপের হাতের তিনটি হত্যাকাণ্ডের ঘটনায় আমার ছেলে হৃদয়সহ তিনজনকে গুলি করে হত্যা করেছে তারা। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই আমি তাদের ফাঁসি চাই’।
লালু, সৈকত, নয়ন, পিয়াসরা একের পর এক সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে। প্রশাসন কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না। সাংবাদিক ও পুলিশের সামনে যেভাবে হামলা চালায় এখানে পুলিশ না থাকলে কি অবস্থা হতো । আমি আমার ছেলে হত্যার বিচার চাই । তাদেরকে আটক করে ফাসি দিতে হবে । গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ বলেন গুয়াগাছিয়া ইউনিয়নে একটি নতুন পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ যেকোন উপায়ে খুনিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে আমি একটু পিছো হবোনা ।