চলতি বছরটা দারুণ কাটছে শ্রদ্ধা কাপুরের। অমর কৌশিকের ‘স্ত্রী ২’ দিয়ে রীতিমতো বাজিমাত করেছেন তিনি। হরর-কমেডি সিনেমাটি বক্স অফিসে ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে ‘ধুম ৪’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে শ্রদ্ধা কাপুর অভিনয় করতে যাচ্ছেন। অবশ্য যশরাজ ফিল্মসের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ছবির আগের তিন কিস্তি কমবেশি আলোচিত হয়েছে, তাই হিন্দি সিনেমার ভক্তদের অপেক্ষা চতুর্থ কিস্তির।
কয়েক দিন আগে জানা যায়, ‘ধুম ৪’-এ খলনায়ক হিসেবে দেখা যাবে দক্ষিণি তারকা সুরিয়াকে। এখন ফ্র্যাঞ্চাইজিতে শ্রদ্ধার যুক্ত হওয়া নিয়ে চলছে বলিপাড়ায় কানাঘুষা। সম্প্রতি মুম্বাইয়ে এক অনুষ্ঠানে শ্রদ্ধা বলেন, ‘আমি এখনও কোনো ছবিতে চুক্তিবদ্ধ হইনি। আমি জানি না, এসব গুজব কীভাবে ছড়ায়! অনেক খবরে দেখলাম, আমি নাকি চুক্তিবদ্ধ হয়েছি। সত্যিটা হলো, আমি এখনও প্রস্তাবই পাইনি।’