ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন Logo সকল প্রার্থীর চেয়ে গ্রহনযোগ্যতায় এগিয়ে: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে কান্ডারি হতে চান প্রফেসর আলিয়ার! Logo একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত Logo মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন Logo নারায়ণগঞ্জে জনদাবিতে রূপ নিয়েছে মেট্রোরেল Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ Logo আড়াইহাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ফতুল্লায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক মাদকাসক্তের কারাদণ্ড Logo নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা আশার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

প্রভাসের সঙ্গে ‘জীবনের সেরা মুহূর্ত’ শেয়ার করলেন মালবিকা

প্রথমবারের মতো তেলেগু ছবিতে অভিনয় করছেন মালবিকা মোহানান। ‘দ্য রাজা সাব’-এ প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসছেন আসছেন তিনি। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মারুতি পরিচালিত হরর-কমেডি-রোমান্টিক সিনেমাটিতে প্রভাসের সঙ্গে আরও আছেন নিধি আগারওয়াল।

সম্প্রতি প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও নিজের সিনেমা নির্বাচন নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী মালবিকা মোহানান।

প্রভাসের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?—এমন প্রশ্ন করতেই উত্তরে অভিনেত্রী বলেন, সিনেমার সেটে তার সঙ্গে প্রথম দেখা। সেটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য একটি সিনেমার শুটিং শেষে ক্লান্ত শরীরে তখন হায়দরাবাদে ফিরেছি। খুব একটা ঘুম হয়নি। কিন্তু প্রভাস স্যারকে দেখেই সব ক্লান্তি যেন উড়ে গেল। প্রথম দর্শনেই আমার কাছে মনে হলো দারুণ আকর্ষণীয়, প্রাণবন্ত ও বন্ধুবৎসল একজন মানুষ। অনেকক্ষণ গল্প করেছিলাম। তার কথাবার্তা খুব আন্তরিক।

মালবিকা বলেন, প্রথমত আমার চরিত্রটা খুব সুন্দরভাবে লিখেছেন পরিচালক মারুতি। আমাকে এই সিনেমার অংশ করায় নির্মাতাকে ধন্যবাদ জানাই।

এর আগে মালবিকাকে দেখা গেছে চিয়ান বিক্রমের বিপরীতে ‘তাঙ্গালান’ সিনেমায়। সেখানে একেবারে গ্ল্যামারহীন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ভবিষ্যতে আবার কি এমন কোনো চরিত্রে ফিরবেন, নাকি মসলাদার গ্ল্যামার-ঘরানার সিনেমাতেই মনোযোগী হবেন? মালবিকা বলেন, দুটির মধ্যে ভারসাম্য রাখতে চাই। তাঙ্গালান সিনেমার মতো কাজ আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছে। তবে এরপর নিজের ভিন্ন একটা দিক তুলে ধরতে চেয়েছি—নাচ, গ্ল্যামার ও সুন্দর পোশাক। আর সেই সুযোগ পেয়েছি ‘দ্য রাজা সাব’ সিনেমায়।

বর্তমানে ‘সরদার-২’ সিনেমা কাজ করছেন মালবিকা। এ সিনেমার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সিনেমায় অনেক অ্যাকশন করেছি। আমার চরিত্রটাও অনেক গম্ভীর। সব সময় চাই যে আমার সিনেমার বাছাইয়ে যেন একটা ‘স্বাস্থ্যকর সমতা’ থাকে। একঘেয়েমি থেকে দূরে থাকাটাই আমার কাছে সৃজনশীল আনন্দ।

এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী তারকা কার্থি। শিগগিরই নিজের আগামী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি। এ ছাড়া ‘হৃদয়াপুরভম’ সিনেমায় মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে কাজ করেছেন মালবিকা।

দক্ষিণী এ তারকা সম্পর্কে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। মজা করে তাকে আমি ‘পুকি লাল’ বলে ডাকতাম।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন

প্রভাসের সঙ্গে ‘জীবনের সেরা মুহূর্ত’ শেয়ার করলেন মালবিকা

আপডেট সময় ০২:১৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

প্রথমবারের মতো তেলেগু ছবিতে অভিনয় করছেন মালবিকা মোহানান। ‘দ্য রাজা সাব’-এ প্রভাসের সঙ্গে জুটি হয়ে আসছেন আসছেন তিনি। চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। মারুতি পরিচালিত হরর-কমেডি-রোমান্টিক সিনেমাটিতে প্রভাসের সঙ্গে আরও আছেন নিধি আগারওয়াল।

সম্প্রতি প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও নিজের সিনেমা নির্বাচন নিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী মালবিকা মোহানান।

প্রভাসের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন?—এমন প্রশ্ন করতেই উত্তরে অভিনেত্রী বলেন, সিনেমার সেটে তার সঙ্গে প্রথম দেখা। সেটি আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। অন্য একটি সিনেমার শুটিং শেষে ক্লান্ত শরীরে তখন হায়দরাবাদে ফিরেছি। খুব একটা ঘুম হয়নি। কিন্তু প্রভাস স্যারকে দেখেই সব ক্লান্তি যেন উড়ে গেল। প্রথম দর্শনেই আমার কাছে মনে হলো দারুণ আকর্ষণীয়, প্রাণবন্ত ও বন্ধুবৎসল একজন মানুষ। অনেকক্ষণ গল্প করেছিলাম। তার কথাবার্তা খুব আন্তরিক।

মালবিকা বলেন, প্রথমত আমার চরিত্রটা খুব সুন্দরভাবে লিখেছেন পরিচালক মারুতি। আমাকে এই সিনেমার অংশ করায় নির্মাতাকে ধন্যবাদ জানাই।

এর আগে মালবিকাকে দেখা গেছে চিয়ান বিক্রমের বিপরীতে ‘তাঙ্গালান’ সিনেমায়। সেখানে একেবারে গ্ল্যামারহীন গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। ভবিষ্যতে আবার কি এমন কোনো চরিত্রে ফিরবেন, নাকি মসলাদার গ্ল্যামার-ঘরানার সিনেমাতেই মনোযোগী হবেন? মালবিকা বলেন, দুটির মধ্যে ভারসাম্য রাখতে চাই। তাঙ্গালান সিনেমার মতো কাজ আমাকে শিল্পী হিসেবে চ্যালেঞ্জ করেছে। তবে এরপর নিজের ভিন্ন একটা দিক তুলে ধরতে চেয়েছি—নাচ, গ্ল্যামার ও সুন্দর পোশাক। আর সেই সুযোগ পেয়েছি ‘দ্য রাজা সাব’ সিনেমায়।

বর্তমানে ‘সরদার-২’ সিনেমা কাজ করছেন মালবিকা। এ সিনেমার অভিজ্ঞতা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এ সিনেমায় অনেক অ্যাকশন করেছি। আমার চরিত্রটাও অনেক গম্ভীর। সব সময় চাই যে আমার সিনেমার বাছাইয়ে যেন একটা ‘স্বাস্থ্যকর সমতা’ থাকে। একঘেয়েমি থেকে দূরে থাকাটাই আমার কাছে সৃজনশীল আনন্দ।

এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণী তারকা কার্থি। শিগগিরই নিজের আগামী সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলেও জানান তিনি। এ ছাড়া ‘হৃদয়াপুরভম’ সিনেমায় মালয়ালম তারকা মোহনলালের সঙ্গে কাজ করেছেন মালবিকা।

দক্ষিণী এ তারকা সম্পর্কে অভিনেত্রী বলেন, তার সঙ্গে কাজ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। মজা করে তাকে আমি ‘পুকি লাল’ বলে ডাকতাম।