ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে : রিজভী

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশী চাপের কাছে আমি মাথা নত করবো না, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদ ও আপনাকে করতে দেখি না।

গতকাল বৃহস্পতিবার অসয়নীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দলটির পূর্বঘোষিত মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে মিছিল সহকারে নয়াপল্টনস্থ সিটি হার্ট মার্কেটের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই বক্তব্য রাখেন রিজভী। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে মতিঝিলের ওয়াপদা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে সরকারের পতন অত্যাসন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪ টি প্লান্ট তার মধ্যে শুধুমাত্র ৪৯টি কোন রকম চালু আছে, ১০৪ টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেল? আপনার (সরকারের) এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?
প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আপনি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে। জনগণের অধিকারকে কারাবন্দি করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন। এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান করা।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান: দেশে ঘন ঘন লোডশেডিংয়ে সৃষ্ট জনদুর্ভোগ এবং বিদ্যুৎ খাতে ‘দুর্নীতির’ প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপির প্রতিনিধি দল। মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির অফিসে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় স্মারকলিপি দিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল; সেখানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মমতাজ পারভীন স্মারকলিপি গ্রহণ করেন। ওই প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন।

এক পৃষ্ঠার স্মারকলিপিতে বিদ্যুতের লোডশেডিংয়ে রাজধানীসহ জেলাগুলোতে চরম দুরাবস্থার কথা তুলে ধরা হয়। সেইসঙ্গে অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবারহ নিশ্চিতেরও দাবি জানানো হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে আজকে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সরকার একদিকে বলছেন, বিদ্যুতে তারা স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। সেজন্য আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে : রিজভী

আপডেট সময় ০৪:১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩

অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছেই মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিদেশী চাপের কাছে আমি মাথা নত করবো না, কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছেই মাথা নত করতে হবে। আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদ ও আপনাকে করতে দেখি না।

গতকাল বৃহস্পতিবার অসয়নীয় লোডশেডিং এবং বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে ঢাকা জেলা বিএনপি আয়োজিত কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

দলটির পূর্বঘোষিত মতিঝিল বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের উদ্দেশ্যে মিছিল সহকারে নয়াপল্টনস্থ সিটি হার্ট মার্কেটের সামনে থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে আরামবাগ নটরডেম কলেজের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দেয়। পরে সেখানেই বক্তব্য রাখেন রিজভী। এসময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেয়ার উদ্দেশ্যে মতিঝিলের ওয়াপদা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন।

রুহুল কবির রিজভী বলেন, আজকে সরকারের পতন অত্যাসন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪ টি প্লান্ট তার মধ্যে শুধুমাত্র ৪৯টি কোন রকম চালু আছে, ১০৪ টি প্রায় বন্ধ। এগুলো তাহলে কোথায় গেল? আপনার (সরকারের) এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?
প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বিএনপির এই মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী আপনি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে। জনগণের অধিকারকে কারাবন্দি করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা করেছেন। এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায়।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান করা।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান: দেশে ঘন ঘন লোডশেডিংয়ে সৃষ্ট জনদুর্ভোগ এবং বিদ্যুৎ খাতে ‘দুর্নীতির’ প্রতিবাদ জানিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছে ঢাকা জেলা বিএনপির প্রতিনিধি দল। মতিঝিলের ওয়াপদা ভবনে পিডিবির অফিসে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় স্মারকলিপি দিতে যায় বিএনপির একটি প্রতিনিধি দল; সেখানে বিদ্যুত উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক মমতাজ পারভীন স্মারকলিপি গ্রহণ করেন। ওই প্রতিনিধি দলে ছিলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সদস্য সচিব নিপুণ রায় চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, নির্বাহী কমিটির সদস্য দেওয়ান মো. সালাহউদ্দিন।

এক পৃষ্ঠার স্মারকলিপিতে বিদ্যুতের লোডশেডিংয়ে রাজধানীসহ জেলাগুলোতে চরম দুরাবস্থার কথা তুলে ধরা হয়। সেইসঙ্গে অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবারহ নিশ্চিতেরও দাবি জানানো হয়।

বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ে আজকে মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। জনজীবন দুর্বিসহ হয়ে উঠেছে। সরকার একদিকে বলছেন, বিদ্যুতে তারা স্বয়ংসম্পূর্ণ। অন্যদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। সেজন্য আমরা চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছি।