দীর্ঘদিন পর নির্মাতা মুরাদ পারভেজের পরিচালনায় একটি খণ্ড নাটকের কাজ করেছেন অভিনেত্রী দীপা খন্দকার। নাটকের নাম ‘শেষের গল্প’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুরাদ পারভেজ নিজেই। এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে আরও অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন ও রিফাত জাহানসহ আরও বেশ কয়েকজন।
নাটক প্রসঙ্গে দীপা খন্দকার বলেন, ‘শেষের গল্প নাটকের গল্প চমৎকার। মানুষ তার জীবন চলার শেষে এসেও নতুন করে শুরু করতে পারে। এভাবেও জীবনের শেষ পর্যায়ে এসেও সফলতা আসতে পারে। নাটকে এমনই গল্প তুলে ধরা হয়েছে। এতে মালিহা চরিত্রে অভিনয় করেছি। নাটকটি নিয়ে আমি আশাবাদী।’ নির্মাতা জানান, শিগগিরই নাটকটি এনটিভিতে প্রচার হবে। এদিকে জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমার ডাবিংয়ের কাজ শেষ করেছেন দীপা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো হচ্ছে ‘ভাইজান এলোরে’, ‘পায়ের ছাপ’, ‘অপরাজেয়’, জি¦ন টু’। মুক্তির অপেক্ষায় আছে শহীদ রায়হানের ‘মনোলোক’ সিনেমাটি।