স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নারায়ণগঞ্জ আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে প্রতিবাদ সভা ও ভিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে সভাপতিত্ব করেন, মাওলানা মহিউদ্দিন হামিদী।
সভাপতি তার বক্তব্যে বলেন, অনতি বিলম্বে মাওলানা রইস উদ্দিন এর হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। মাওলানা রইউদ্দিন একজন সহজ সরল ভালো মানুষ ছিলেন। তিনি বিগত দিনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় মহানগরের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, দীর্ঘদিনের দায়িত্বে তিনি কোন অবহেলা করেননি। সততা ও নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন, তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সময়ের দাবি। যে পুলিশ সদস্য মাওলানা রইস উদ্দিনকে পানি পান করার প্রলোভন দেখিয়ে আবার পানি কেড়ে নিয়েছে তাকেও গ্রেফতার করার দাবি জানান। বক্তব্য শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে বিক্ষোভ মিছিলের সমাপ্ত ঘোষণা করা হয়।