নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক ও গাজীপুর বাইপাস সড়কের পাশে ফেলা ময়লা-আবর্জনার স্তুপ অপসারণে বিশেষ অভিযান পরিচালনা করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই অভিযান চালানো হয়।
পরিবেশ দূষণ রোধ ও জনদুর্ভোগ লাঘবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বিভিন্ন সময়ে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে অবৈধভাবে ময়লা ফেলায় এলাকায় দুর্গন্ধ ছড়ায় এবং পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে। এছাড়া এতে যানজটেরও সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি আমলে নিয়ে ইউএনও সরেজমিন পরিদর্শন শেষে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
ইউএনও সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালিত হয়েছে। রাস্তার পাশে আর ময়লা ফেলার কোনো সুযোগ দেওয়া হবে না। নিয়মিত মনিটরিংয়ের পাশাপাশি প্রয়োজনে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
অভিযানে স্থানীয় গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নাছির উদ্দিনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা অংশ নেন।