২৫ এপ্রিল শুক্রবার বিকাল ৫ টায় শান্তিনগর মসজিদ সংলগ্ন বালুর মাঠে শান্তিনগর সূর্য তরুণ যুব সংঘের আয়োজনে SSJS ডিকবল টুর্নামেন্ট সিজন-২ ফাইনাল খেলা ও সাবেক ক্রিয়াবিদদের সম্মাননা অনুষ্ঠানে আয়োজন করা হয়।
শান্তিনগর পঞ্চায়েত কমিটির সভাপতি হাজী কফিলউদ্দিন’র সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মো. সাগর।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আল মামুন, চঞ্চল মাহমুদ, সেলিম মাদবর, বাবুল দেওয়ান, সিরাজুল ইসলাম, সাগর, হাজী আল আমিন।
খেলায় শান্তিনগর জুনিয়র নবারুণ সংঘ কে ১-০ গোলে শান্তিনগর ইয়াং ষ্টার পরাজিত করে জয়লাভ করেন।