বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাউতেলার বিতর্ক যেন পিছু ছাড়ছেই না। কোনো মন্তব্য করলেই নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন তিনি। কয়েক দিন আগেই নিজের সৌন্দর্যের বর্ণনা করতে গিয়ে নেটিজেনদের বাক্যবাণে বিদ্ধ হন ‘দাবিড়ি দিবিড়ি’খ্যাত অভিনেত্রী। এবার কটাক্ষের শিকার হচ্ছেন অন্য এক মন্তব্যে।
সুন্দরী প্রতিযোগিতা থেকে সোজা বলিউডে পা রাখেন ঊর্বশী রাউতেলা। বেশ কয়েকটি সিনেমা ও সিরিজেও দেখা গেছে তাকে। সম্প্রতি মিস ইউনিভার্সের বিচারকও হয়েছিলেন এ অভিনেত্রী। এবার তাকে নিয়ে আবার নতুন করে বিতর্কের শুরু। বিতর্ক যেন কোনো কিছুতেই পিছু ছাড়ছে না উর্বশী রাউতেলার। উর্বশীর আত্মতুষ্টি নিয়ে নেটিজেনদের হাসাহাসি। প্রচারের আলো ছিনিয়ে নিতে ব্যস্ত তিনি। বিভিন্ন সাক্ষাৎকারে যেমন উর্বশীকে দেখা যায়, নিজের ঢাক নিজেই পেটাতে, তা নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হয় না। তেমনি ব্যক্তিগত জীবনেও সেই একইভাবে নিজের পিঠ চাপড়ে দেন নিজেই। এবার নয়া ঘোষণা। উর্বশী জানালেন তার নামে মন্দির আছে। সেখানে তিনি পূজিত হন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করে বলেন, তার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত উর্বশী মন্দির। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।
নায়িকার এমন কথা শুনেই সঞ্চালক জানতে চান, সেখানে কেউ আশীর্বাদ নিতে আসেন কিনা, পূজা হয় কিনা? এর জবাবে উর্বশী বলেন, মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।