বর্তমান প্রজন্মের সংগীতশিল্পী শারমীন কেয়া। ২০০৮ সালে তিনি একটি গান লিখেছিলেন। তাতে সুরও করেছিলেন শিল্পী নিজেই। শিরোনাম ‘নিঃসঙ্গ পাহাড়ে’। অবশেষে ১৭ বছর পর সেই গানটিতে কণ্ঠ দিয়ে প্রকাশ করেছেন এ সংগীতশিল্পী।
এটাই শিল্পীর লেখা ও সুর করা প্রথম গান। প্রকাশ হয়েছে শারিমন কেয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গানটি লিখেছি ২০০৮ সালে। এর মাঝে অনেকগুলো নতুন গান করা হলেও এই গানটি আর প্রকাশ করা হয়নি। এবার রোজার ঈদেই গানটি প্রকাশ করার ইচ্ছে ছিল। গত বছর আগস্টে সিলেটের সাদা পাথরে ঘুরতে গিয়ে হঠাৎ গানটির ভিডিও ধারণ করি। আমি সবসময়ই ব্যতিক্রম কিছু গান শ্রোতাদের উপহার দেয়ার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় এটি আমার আরেকটি সৃষ্টি। আশা করছি আমার সবগুলো গানের মতো এটি শ্রোতার ভালোবাসায় জায়গা করে নেবে।’