মাগুরায় বোনের বাড়িতে ধর্ষণের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা গেছে। এ ঘটনায় আসামিদের বিচারের দাবিতে সরব সবাই। সোশ্যাল প্ল্যাটফর্মে নেটিজেনদের পাশাপাশি তারকারা বিচারের দাবি জানিয়েছে। তারকারা পোস্ট দিয়ে অপরাধীদের ফাঁসি চেয়েছেন।
ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক মাগুরাই ধর্ষণের ঘটনায় অপরাধীদের ফাঁসি চেয়েছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি লেখেন, ‘আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।’
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আছিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।’
গত ৫ মার্চ বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন ৮ বছর বয়সি শিশুটি। তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে স্থানান্তর করা হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে তার অবস্থার কোনো উন্নতি হয়নি। পরে বৃহস্পতিবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে শিশুটিকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। অবস্থার আরও অবনতি হলে গত ৮ মার্চ বিকালে শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিল। অবশেষে বৃহস্পতিবার মারা যায় সে।