মোঃ জুম্মান আহমেদ শুভ: “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সদর কর্তৃক আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৫ এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার সম্মানিত দপ্তর প্রধানগণ, কলেজ ও বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ এবং স্কাউট সদস্যবৃন্দ। বিজ্ঞানভিত্তিক সমাজ গঠনসহ সঠিক বিজ্ঞান চর্চার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরার বিষয়ে অনুষ্ঠানের বক্তাগণ গুরুত্বারোপ করেন।