ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান। Logo সিদ্ধিরগঞ্জে আদমজী বিহারী কলোনি এলাকায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডিলার নাহিদের মাদক ব্যাবসা Logo ‘ডাবল টাইমিং’ অভিযোগে অবাক অহনা, প্রশ্ন তুললেন শামীমকে নিয়ে Logo প্লে-অফের আগে ব্যাঙ্গালুরু দলে বড় ধাক্কা, স্কোয়াডে রদবদল Logo ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপ: শেহবাজ Logo দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ Logo রূপগঞ্জে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ছিনতাই হওয়া ৬০ ড্রাম তেল উদ্ধার, গ্রেপ্তার ৩ Logo সোনারগাঁয়ে কিশোরী ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার Logo ফতুল্লার মুসলিমনগরে পানি নিষ্কাশনের অভাবে জলাবদ্ধতা, দূর্ভোগ চরমে Logo আড়াইহাজারে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন বিদ্যা সিনহা

ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন; ছুটি-ছাটার মধ্যে থাকলে উড়াল দেন দেশের বাইরে। সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই নায়িকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

শোবিজ অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেই সঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্তুতি।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

প্রাণের বিদ্যাপীঠ সৈয়দপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় -৯৪: পাঠশালার সেই সোনালী দিনগুলো আর ফিরবে না, তবে স্মৃতির পাতায় চিরঅম্লান।

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন বিদ্যা সিনহা

আপডেট সময় ১২:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

ঢাকাই চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বিভিন্ন সিনেমায় অভিনয়ের পাশাপাশি সক্রিয় থাকেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে-অবতারে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন; ছুটি-ছাটার মধ্যে থাকলে উড়াল দেন দেশের বাইরে। সেখানেও নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এই নায়িকা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক।

শোবিজ অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।

মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেই সঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, ‘রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্তুতি।’