ঢাকা , বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

নরসিংদীর রায়পুরার আমিরগজ্ঞে রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের সঙ্গে ইজিবাই সংঘর্ষ হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে ট্রেনের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

নরসিংদীর রায়পুরার আমিরগজ্ঞে রেল ক্রসিং পাড়াপাড়ের সময় ট্রেনের সঙ্গে ইজিবাই সংঘর্ষ হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুজন নিহত হয়েছেন।

রোববার (১৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেল সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ রেলক্রসিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামের ইজিবাইক চালক বাচ্চু মিয়া (৫০) ও একই এলাকার যাত্রী মন্নাফ মিয়া (৪৮)।

প্রত্যক্ষদর্শী শাহ আলম বলেন, আমিরগঞ্জ রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। রাত ৯টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি আন্তঃনগর ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। ক্রসিংয়ের পূর্ব পাশে অনেক গাছপালা থাকায় ট্রেনটি আসতে দেখা যাচ্ছিল না। এ কারণে ট্রেনটি রেলক্রসিং এলাকায় পৌঁছানোর সময় ব্যাটারিচালিত যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পেরোনোর চেষ্টা করে। এ সময় ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. জহিরুল ইসলাম জানান, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এই রেলক্রসিংটি অবৈধ এবং কোনো গেটম্যান নেই। অসাবধানতা বসত অটোরিকশাটি রেললাইনের ওপর উঠে যায়। এতেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।