ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’ Logo নুরাল পাগলার দরবারে পু‌লি‌শের ওপর হামলায় মামলা, আসামি সা‌ড়ে ৩ হাজার Logo রূপগঞ্জে মাদক, অস্ত্র ও গুলিসহ শুটার রিয়াজের ৫ সহযোগী গ্রেপ্তার Logo তারেক রহমানের উপর আস্থা রাখুন, দেশ দুর্নীতিমুক্ত হবে : সাখাওয়াত Logo ফতুল্লার শিবু মার্কেটে মোবাইল দোকানে দুর্ধর্ষ চুরি Logo বন্দরে ৪৪৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo মহানবী সা. আমাদের জন্য আল্লাহর বড় উপহার : তারেক রহমান Logo ‘জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে’ Logo মারাকানায় চিলিকে বড় ব্যবধানে হারিয়ে ব্রাজিলের উৎসব Logo বন্দরে পলিথিনে সাটানো ঘরে অসহায় বৃদ্ধার বসবাস

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

বিপিএলের একাদশতম আসর শুরু হতে বাকি নেই একদিনও। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের ক্রিকেটের এই মেগা আসরের। শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দলটির অনুশীলনে এদিন দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে।

অবশ্য মাশরাফির থাকার কথাও না অনুশীলনে। শনিবার সময়ের আলোর প্রতিবেদনে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফির। না খেলাটাই স্বাভাবিক। পরিস্থিতি বলতে গেলে তার অনুকূলে নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সংসদ সদস্য মাশরাফি নীরব রয়েছেন। তাকে মাঠে ফেরানোর ব্যাপারেও নীরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ জানালেন, এখনও দল অপেক্ষা করছে মাশরাফির জন্য। দলটির প্রধান কোচ একেএম মাহমুদ ইমন শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে পরিষ্কার করে কিছু না জানাতে পারলেও জানিয়েছেন মাশরাফি দলের অবিচ্ছেদ্য অংশ। মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের অংশ মাশরাফি। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী; ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে তা হলে অবশ্যই খেলবে।’ বিপিএলে মাশরাফির না খেলার কারণ কী শুধুই ফিটনেস নাকি অন্য কোনো ইস্যুও জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ, ‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে।’

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

‘ভারত দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে’

তবু মাশরাফির অপেক্ষায় সিলেট

আপডেট সময় ১২:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

বিপিএলের একাদশতম আসর শুরু হতে বাকি নেই একদিনও। আগামীকাল সোমবার পর্দা উঠবে দেশের ক্রিকেটের এই মেগা আসরের। শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করে সিলেট স্ট্রাইকার্স। দলটির অনুশীলনে এদিন দেখা যায়নি মাশরাফি বিন মোর্ত্তজাকে।

অবশ্য মাশরাফির থাকার কথাও না অনুশীলনে। শনিবার সময়ের আলোর প্রতিবেদনে মাশরাফির ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানানো হয়েছিল, এবারের বিপিএলে খেলা হচ্ছে না মাশরাফির। না খেলাটাই স্বাভাবিক। পরিস্থিতি বলতে গেলে তার অনুকূলে নেই। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সংসদ সদস্য মাশরাফি নীরব রয়েছেন। তাকে মাঠে ফেরানোর ব্যাপারেও নীরব বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সিলেট স্ট্রাইকার্সের কোচ জানালেন, এখনও দল অপেক্ষা করছে মাশরাফির জন্য। দলটির প্রধান কোচ একেএম মাহমুদ ইমন শনিবার মিরপুর বিসিবির একাডেমি মাঠে দলের অনুশীলন শেষে পরিষ্কার করে কিছু না জানাতে পারলেও জানিয়েছেন মাশরাফি দলের অবিচ্ছেদ্য অংশ। মাহমুদ ইমন বলেন, ‘আমাদের স্কোয়াডে এখনও আছে মাশরাফি। কারণ এই দলের অংশ মাশরাফি। সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। মাশরাফি কেমন অনুভব করছে, ফিটনেসের অবস্থা কী; ও যদি খেলার অবস্থায় থাকে, ফিটনেস যদি ভালো থাকে তা হলে অবশ্যই খেলবে।’ বিপিএলে মাশরাফির না খেলার কারণ কী শুধুই ফিটনেস নাকি অন্য কোনো ইস্যুও জড়িত? এই প্রশ্নে ফিটনেসের কথাই বলেন সিলেট কোচ, ‘মাশরাফির সঙ্গে কথাবার্তা চলছে। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে।’