চলতি বছর নারীকেন্দ্রিক ‘মেয়েদের গল্প’ শিরোনামের একটি সিনেমায় কাজ করার ঘোষণা দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করবেন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতির মেয়ে লামিয়া চৌধুরী। জানা গেছে, এই সিনেমাতেথাকছেন না বাঁধন।
সিনেমায় না থাকার বিষয়ে গণমাধ্যমকে বাঁধন বলেন, ‘আমি এখন আর সেই ছবিটির সঙ্গে নেই। সুতরাং সিনেমাটি নিয়ে এর বেশি কিছু এখন আর বলতে চাই না।’ এ প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেন, ‘একটি সিনেমায় বেশ কিছু বিষয় থাকে। বিশেষ করে ব্যবসার দিকটা আগে বিবেচনা করতে হয়। সেটিসহ আরও বিভিন্ন কারণে আমাদের চুক্তিটা হয়নি। আজমেরী হক বাঁধনের সঙ্গে যে সিনেমাটি হওয়ার কথা ছিল সেটি আপাতত হচ্ছে না।’
লামিয়ার কথায়, ‘মা বেঁচে থাকতে গল্পটা আমরা শুরু করি। তারপর স্ক্রিপ্ট-গান নিয়ে আমি এই গল্পটার পেছনে কাজ করেছি। এই গল্পটার সঙ্গে আমার অনেক শ্রম জড়িয়ে আছে। যাদের সঙ্গে মিলবে তাদের নিয়ে কিছুটা দেরি হলেও এই কাজটা আমি শেষ করতে চাই। আশা করি নতুন বছরে সুসংবাদ দিতে পারব।’