ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষকের শাস্তির আইনে সরব প্রীতি

ইতালিতে ধর্ষক কিংবা নিপীড়কদের বিশেষ রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। একই সঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবিলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে ভারতে যে হারে ধর্ষণ বেড়েছে, তাতে উদ্বিগ্ন প্রীতি জিনতা। ইতালির প্রস্তাবিত আইন সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘কী দুর্দান্ত পদক্ষেপ! আশা করি ভারত সরকারও এ রকম কিছু করবে। আপনার কী মনে হয় বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়।’

এদিকে নপুংসক করে দেওয়ার মতো একটি প্রস্তাব সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে। শীর্ষ আদালতে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের সংগঠন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে সেই আবেদনে।

এদিকে দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে প্রীতিকে। সানি দেওল ও আমির খানের প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবিটি গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ধর্ষকের শাস্তির আইনে সরব প্রীতি

আপডেট সময় ১২:০৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

ইতালিতে ধর্ষক কিংবা নিপীড়কদের বিশেষ রাসায়নিক কেমিক্যাল প্রয়োগের মাধ্যমে নপুংসক করার মতো আইনকে বৈধ ঘোষণা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছে দেশটির সরকার। যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। একই সঙ্গে ভারত সরকারকে দেশে যৌন অপরাধ মোকাবিলায় অনুরূপ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে ভারতে যে হারে ধর্ষণ বেড়েছে, তাতে উদ্বিগ্ন প্রীতি জিনতা। ইতালির প্রস্তাবিত আইন সম্পর্কে নিজের এক্স হ্যান্ডেলে টুইট শেয়ার করে প্রীতি লিখেছেন, ‘কী দুর্দান্ত পদক্ষেপ! আশা করি ভারত সরকারও এ রকম কিছু করবে। আপনার কী মনে হয় বন্ধুরা? এ ধরনের অপরাধের জন্য জিরো টলারেন্স নীতি অবলম্বনের এখনই উপযুক্ত সময়।’

এদিকে নপুংসক করে দেওয়ার মতো একটি প্রস্তাব সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জমা পড়েছে। শীর্ষ আদালতে মামলাটি করেছেন সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীদের সংগঠন। আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে সেই আবেদনে।

এদিকে দীর্ঘদিন পর রাজকুমার সন্তোষী পরিচালিত ‘লাহোর ১৯৪৭’ সিনেমায় দেখা যাবে প্রীতিকে। সানি দেওল ও আমির খানের প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত ‘লাহোর ১৯৪৭’ ছবিটি গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।