ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সুখবর দিলেন অভিষেক বচ্চন! শোনা যাচ্ছে আরাধ্যার নাকি ভাই-বোন আসছে। সম্প্রতি রীতেশ দেশমুখের ‘কেস তো বনতা হ্যায়’ শোয়ে এসে তারই আভাস দিয়েছেন অভিষেক।

এ সময় সঞ্চালক অভিষেককে প্রশ্ন করেন, ‘অমিতাভজি, ঐশ্বরিয়া, আরাধ্যা, আপনার নামও ‘এ’ অক্ষর দিয়ে শুরু হয়। তা হলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কি ভুল করেছেন?’ অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি, এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তার পরই অভিষেককে থামিয়ে দেন রীতেশ। আবার প্রশ্ন করেন, ‘আরাধ্যার পরে’ অভিষেকও মজা করতে ভালোবাসেন।

অভিনেতা বলেন, ‘না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।’ রীতেশের কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান জুনিয়র বচ্চন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতেশকে হুমকি দিয়ে বলেন তিনি অভিনেতার থেকে বয়সে এবং কাজে অনেকটাই সিনিয়র।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

ফের মা হচ্ছেন ঐশ্বরিয়া!

আপডেট সময় ১০:০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে সুখবর দিলেন অভিষেক বচ্চন! শোনা যাচ্ছে আরাধ্যার নাকি ভাই-বোন আসছে। সম্প্রতি রীতেশ দেশমুখের ‘কেস তো বনতা হ্যায়’ শোয়ে এসে তারই আভাস দিয়েছেন অভিষেক।

এ সময় সঞ্চালক অভিষেককে প্রশ্ন করেন, ‘অমিতাভজি, ঐশ্বরিয়া, আরাধ্যা, আপনার নামও ‘এ’ অক্ষর দিয়ে শুরু হয়। তা হলে জয়া বচ্চন ও শ্বেতা বচ্চন কি ভুল করেছেন?’ অভিষেক জবাব দেন, ‘এটা আপনাকে তাদের জিজ্ঞাসা করতে হবে। তবে আমি মনে করি, এটি আমাদের বাড়িতে একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। তার পরই অভিষেককে থামিয়ে দেন রীতেশ। আবার প্রশ্ন করেন, ‘আরাধ্যার পরে’ অভিষেকও মজা করতে ভালোবাসেন।

অভিনেতা বলেন, ‘না, এখন আর নয়। পরবর্তী প্রজন্ম আসার পর দেখা যাবে।’ রীতেশের কথা শুনে রীতিমতো লজ্জায় লাল হয়ে যান জুনিয়র বচ্চন। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রীতেশকে হুমকি দিয়ে বলেন তিনি অভিনেতার থেকে বয়সে এবং কাজে অনেকটাই সিনিয়র।