ঢাকা , শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্লোগান মিছিলে নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা Logo শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড Logo নারায়ণগঞ্জ ক্লাবে হামলার ঘটনায় মামলা, আসামি ১৯৬ Logo পাগলা-চাষাঢ়া সড়কে কুয়াশার মত ধুলোয় ভোগান্তি, স্বাস্থ্য ঝুঁকি Logo ঈদের আগেই না.গঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি Logo হিলফুল ফুজুল নূরে তাজ্জাল্লি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৮০ জনকে হোমিওপ্যাথির সেবা Logo মসজিদের সম্পত্তি দখলের চেষ্টার প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ, ডিসির হস্তক্ষেপ কামনা। Logo বুবলীর ‘পুলসিরাত’ হয়ে গেল ‘সরদার বাড়ির খেলা’ Logo মেসিকে যেভাবে লাল কার্ড থেকে বাঁচিয়েছেন প্রতিপক্ষ কোচ Logo ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান

বাংলা গানে দর্শকের আপত্তি, কড়া জবাব ইমনের

কনসার্টে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। তবে কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।

সম্প্রতি রাজারহাটের একটি কনসার্টে অংশ নেন ইমন। সেখানে গায়িকাকে অনুরোধ করা হয় বাংলা গান না গাইতে। তবে শ্রোতাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় এই গায়িকা বলেন, ‘বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। ’

ইমন বলেন, জোরের সঙ্গে বলছি- আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবে না বলছ?

তিনি আরও বলেন, ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!

এর আগেও একবার এক শোয়ে ইমনকে একই অনুরোধ করা হয়। তখন গায়িকা বলেছিলেন, বাংলা গান যদি না শোনো, তাহলে পাতলি গলি সে নিকলো।

সেদিনের কথা প্রসঙ্গে পরে এই গায়িকা বলেন, বন্ধু আমার রসিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষ আগের আগে এমন কিছু একটা হবে, আমি ঠিক করি একটা রবীন্দ্রসংগীত শোনাব। আমার এখনও মনে আছে মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা ছেলে, বাচ্চা ছেলে কত বয়স হবে? এই ১৭ বা ১৮! বলেছিল, দিদি রবীন্দ্র সংগীত শুনব না।

ইমন আরও বলেন, আর এইটা যেই বলেছে আর আমার কানে এসেছে। আর আমি সঙ্গে সঙ্গেই ওইটা বলে ফেলেছি। আমার এই কথাটা বলার জন্য কোনো দুঃখ নেই। এটার জন্য আমাকে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম, একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?

এদিকে ইতোমধ্যেই ভারতে জাতীয় পুরস্কার জিতেছেন ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হয়েছে তার গান। সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পুতুল’র জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

স্লোগান মিছিলে নগর ভবনের সামনে জড়ো হচ্ছেন ইশরাকপন্থীরা

বাংলা গানে দর্শকের আপত্তি, কড়া জবাব ইমনের

আপডেট সময় ১০:১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪

কনসার্টে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন ভারতে জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। তবে কড়া জবাব দিতেও ছাড়েননি তিনি।

সম্প্রতি রাজারহাটের একটি কনসার্টে অংশ নেন ইমন। সেখানে গায়িকাকে অনুরোধ করা হয় বাংলা গান না গাইতে। তবে শ্রোতাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় এই গায়িকা বলেন, ‘বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। ’

ইমন বলেন, জোরের সঙ্গে বলছি- আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবে না বলছ?

তিনি আরও বলেন, ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা। পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমায় বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো করো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ এদিকে বাংলা গান শুনবে না বলছ!

এর আগেও একবার এক শোয়ে ইমনকে একই অনুরোধ করা হয়। তখন গায়িকা বলেছিলেন, বাংলা গান যদি না শোনো, তাহলে পাতলি গলি সে নিকলো।

সেদিনের কথা প্রসঙ্গে পরে এই গায়িকা বলেন, বন্ধু আমার রসিয়া হয়ে যাওয়ার পর প্রায় শেষে বা শেষ আগের আগে এমন কিছু একটা হবে, আমি ঠিক করি একটা রবীন্দ্রসংগীত শোনাব। আমার এখনও মনে আছে মঞ্চের ঠিক ডান দিকে দাঁড়িয়ে একটা ছেলে, বাচ্চা ছেলে কত বয়স হবে? এই ১৭ বা ১৮! বলেছিল, দিদি রবীন্দ্র সংগীত শুনব না।

ইমন আরও বলেন, আর এইটা যেই বলেছে আর আমার কানে এসেছে। আর আমি সঙ্গে সঙ্গেই ওইটা বলে ফেলেছি। আমার এই কথাটা বলার জন্য কোনো দুঃখ নেই। এটার জন্য আমাকে কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই যে আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি। যে যার মতো করে ধরে নেবে। বাংলায় থেকে আমি যদি রবীন্দ্রনাথের গান শোনাতেই না পারলাম, একটা মঞ্চে উঠে তাহলে আমি কেন গান গাই?

এদিকে ইতোমধ্যেই ভারতে জাতীয় পুরস্কার জিতেছেন ইমন চক্রবর্তী। এবার অস্কারের দৌড়ে শামিল হয়েছে তার গান। সেরা মৌলিক গানের তালিকায় প্রাথমিক পর্যায়ে ৮৯টি গান এবং সেরা মৌলিক ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য মোট ১৪৬টি গান ব্যালটে রয়েছে। সেই তালিকায় জ্বলজ্বল করছে ইমনের গাওয়া ‘ইতি মা’ গানটি। ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘পুতুল’র জন্য ‘ইতি মা’ গানটি রেকর্ড করেছেন ইমন। শিশু দিবসেই মুক্তি পেয়েছিল গানটি।