ঢাকা , মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন Logo সকল প্রার্থীর চেয়ে গ্রহনযোগ্যতায় এগিয়ে: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে কান্ডারি হতে চান প্রফেসর আলিয়ার! Logo একপেশে লড়াইয়ে পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত Logo মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন Logo নারায়ণগঞ্জে জনদাবিতে রূপ নিয়েছে মেট্রোরেল Logo সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, আটক ৮ Logo আড়াইহাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার Logo ফতুল্লায় গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু Logo মাদকের বিরুদ্ধে কঠোর বার্তা: রূপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের রায়ে এক মাদকাসক্তের কারাদণ্ড Logo নারায়নগঞ্জ মহানগর বিএনপি নেতা আশার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

ক্রাশের সঙ্গে অভিনয়ের সুযোগ, তবু কেন কাজটি ছাড়তে চেয়েছিলেন সাই পল্লবী?

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। অনেক ভক্ত ও সহকর্মীর ‘ক্রাশ’ সাই পল্লবী। কিন্তু সাই পল্লবীর ‘ক্রাশ’ অভিনেতা সুরিয়া।

এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানিয়েছিলেন, ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ভক্ত তিনি। ছোটবেলা থেকেই এই অভিনেতাকে পছন্দ করেন। তার সিনেমা দেখে বড় হয়েছেন। বিবাহিত জানার পরও সুরিয়াই তার ‘ক্রাশ’।

মজার ব্যাপার হলো, সময়ের সঙ্গে স্বপ্নের নায়ক সুরিয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পান সাই পল্লবী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘এনজিকে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সুরিয়া-সাই পল্লবী। কিন্তু ক্রাশের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ার পরও সিনেমাটির কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সাই পল্লবী?

কয়েক দিন আগে বিহাইন্ডউডস-কে সাক্ষাৎকার দেন সাই পল্লবী। এ আলাপচারিতায় পুরোনো সেই ঘটনা নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে সাই পল্লবী বলেন, “আমি প্রথমবার ‘এনজিকে’ সিনেমার শুটিং সেটে পৌঁছানোর পর থেকেই খুব অস্বস্তি বোধ করেছিলাম। ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে— এ কথা কাউকে বলতে পারছিলাম না। একটি শট শেষ হওয়ার পর সেলভা স্যার (এনজিকে সিনেমার পরিচালক) নিশ্চিত করছিলেন না যে, এটি ঠিক আছে।”

ঠিক ওই সময়ে সাই পল্লবীকে ফোন করেন অভিনেতা ধানুশ। এ ঘটনা স্মরণ করে সাই পল্লবী বলেন, “ধানুশ আমাকে ফোন করে জানতে চায়, সেলভার শুটিং কেমন চলছে। আমি আমার উদ্বেগের কথা জানাই। আমাকে আশ্বস্ত করে ধানুশ বলে, ‘চিন্তা করো না, সে তোমাদের পরীক্ষা নিচ্ছে। খুব শিগগির সবকিছু ঠিক হয়ে যাবে।”

মূলত, ধানুশের কথা শুনে ভরসা পান সাই পল্লবী এবং ইতিবাচক ভাবনা নিয়ে পুনরায় শুটিং শুরু করেন তিনি। তা ছাড়া সুরিয়াও সাই পল্লবীকে নানাভাবে সহযোগিতা করেন। যার ফলে সিনেমাটি ছেড়ে দেওয়ার চিন্তা বাদ দেন এই অভিনেত্রী।

এর আগে এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, শুটিংয়ের পাশাপাশি তিনি সবসময় গভীরভাবে সুরিয়াকে পর্যবেক্ষণ করতেন। এই অভিনেতাও তাকে শুটিংয়ের সময় অভয় দিতেন। সাই পল্লবীকে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত টেক বন্ধ করতে নিষেধ করতেন।

পলিটিক্যাল-থ্রিলার ঘরানার সিনেমা ‘এনজিকে’। এতে একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেন সুরিয়া। শিবারাঘবন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স। ২০১৯ সালে মুক্তি পায় এটি।
মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সাই পল্লবী। পরবর্তীতে ‘কালি’, ‘ফিদা’, ‘মারি-টু’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক আলিয়ার হোসেনের চাচাতো ভাই আলহাজ্ব মাজহার হোসেন মাজ্জুম ইন্তেকাল করেছেন

ক্রাশের সঙ্গে অভিনয়ের সুযোগ, তবু কেন কাজটি ছাড়তে চেয়েছিলেন সাই পল্লবী?

আপডেট সময় ১১:০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন। অনেক ভক্ত ও সহকর্মীর ‘ক্রাশ’ সাই পল্লবী। কিন্তু সাই পল্লবীর ‘ক্রাশ’ অভিনেতা সুরিয়া।

এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানিয়েছিলেন, ভারতের তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা সুরিয়ার ভক্ত তিনি। ছোটবেলা থেকেই এই অভিনেতাকে পছন্দ করেন। তার সিনেমা দেখে বড় হয়েছেন। বিবাহিত জানার পরও সুরিয়াই তার ‘ক্রাশ’।

মজার ব্যাপার হলো, সময়ের সঙ্গে স্বপ্নের নায়ক সুরিয়ার সঙ্গে অভিনয়ের সুযোগ পান সাই পল্লবী। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘এনজিকে’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন সুরিয়া-সাই পল্লবী। কিন্তু ক্রাশের সঙ্গে অভিনয়ের সুযোগ পাওয়ার পরও সিনেমাটির কাজ ছেড়ে দিতে চেয়েছিলেন। কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন সাই পল্লবী?

কয়েক দিন আগে বিহাইন্ডউডস-কে সাক্ষাৎকার দেন সাই পল্লবী। এ আলাপচারিতায় পুরোনো সেই ঘটনা নিয়ে মুখ খুলেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে সাই পল্লবী বলেন, “আমি প্রথমবার ‘এনজিকে’ সিনেমার শুটিং সেটে পৌঁছানোর পর থেকেই খুব অস্বস্তি বোধ করেছিলাম। ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে— এ কথা কাউকে বলতে পারছিলাম না। একটি শট শেষ হওয়ার পর সেলভা স্যার (এনজিকে সিনেমার পরিচালক) নিশ্চিত করছিলেন না যে, এটি ঠিক আছে।”

ঠিক ওই সময়ে সাই পল্লবীকে ফোন করেন অভিনেতা ধানুশ। এ ঘটনা স্মরণ করে সাই পল্লবী বলেন, “ধানুশ আমাকে ফোন করে জানতে চায়, সেলভার শুটিং কেমন চলছে। আমি আমার উদ্বেগের কথা জানাই। আমাকে আশ্বস্ত করে ধানুশ বলে, ‘চিন্তা করো না, সে তোমাদের পরীক্ষা নিচ্ছে। খুব শিগগির সবকিছু ঠিক হয়ে যাবে।”

মূলত, ধানুশের কথা শুনে ভরসা পান সাই পল্লবী এবং ইতিবাচক ভাবনা নিয়ে পুনরায় শুটিং শুরু করেন তিনি। তা ছাড়া সুরিয়াও সাই পল্লবীকে নানাভাবে সহযোগিতা করেন। যার ফলে সিনেমাটি ছেড়ে দেওয়ার চিন্তা বাদ দেন এই অভিনেত্রী।

এর আগে এক সাক্ষাৎকারে সাই পল্লবী জানান, শুটিংয়ের পাশাপাশি তিনি সবসময় গভীরভাবে সুরিয়াকে পর্যবেক্ষণ করতেন। এই অভিনেতাও তাকে শুটিংয়ের সময় অভয় দিতেন। সাই পল্লবীকে পুরোপুরি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত টেক বন্ধ করতে নিষেধ করতেন।

পলিটিক্যাল-থ্রিলার ঘরানার সিনেমা ‘এনজিকে’। এতে একজন রাজনীতিবিদের ভূমিকায় অভিনয় করেন সুরিয়া। শিবারাঘবন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে ড্রিম ওয়ারিয়র পিকচার্স। ২০১৯ সালে মুক্তি পায় এটি।
মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় নায়িকা চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পান সাই পল্লবী। পরবর্তীতে ‘কালি’, ‘ফিদা’, ‘মারি-টু’সহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।