ঢাকা , শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মার্করামের রেকর্ডসহ তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

এক ইনিংসে তিন সেঞ্চুরি! ক্রিকেট ইতিহাসে এর আগে তিনবার এমন কীর্তি ছিল। তার মধ্যে দুবারই দক্ষিণ আফ্রিকার। এবার বিশ্বকাপের মঞ্চে আরেকবার সেটি করে দেখালো প্রোটিয়ারা। তিন সেঞ্চুরিয়ানের একজন অ্যাডেন মার্করাম হাঁকিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার টস হেরে ব্যাটিং করতে নেমে তিন শতকে ভর করে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসে এটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। তারা ২০১৫ সালে আফগানদের বিপক্ষে ৪১৭ রান করে।

দলীয় সংগ্রহে বড় অবদান মার্করামের। তিনি সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ৪৯ বলে। এর আগে বিশ্বকাপে দ্রুতম সেঞ্চুরি ছিল কেভিন ও ব্রায়ানের। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন। আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতক।

 

দলীয় ১০ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ফিরলে শুরু হয় তাদের রানের উৎসব। রসি ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে ওপেনার কুইন্টন ডি কক জুটি গড়েন ২০৪ রানের। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ৮৩ বলে ১০০ রান করে পরের বলেই আউট হন ডি কক। ককের পর সেঞ্চুরির দেখা পান রসি। তবে তার ইনিংস ছিল বাকি দুজন থেকে ধীরগতির। তিনি সেঞ্চুরি হাঁকান ১০৩ বলে। আউট হন ১১০ বলে ১০৮ রান করে।

শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার-মার্কো জানসেন জুটি। মাত্র ২১ বলে মিলার ৩৯ ও ৭ বলে ১২ রান করেন জানসেন। দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। লঙ্কান বোলারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন দিলশান মাদুশংকা। একমাত্র অধিনায়ক দাসুন শানাকা ছাড়া সব বোলারই ওভার প্রতি আটের অধিক রান খরচ করেছেন। শানাকা দেন ৬ করে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নিতাইগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

মার্করামের রেকর্ডসহ তিন সেঞ্চুরিতে দ. আফ্রিকার বিশ্বরেকর্ড

আপডেট সময় ১০:২০:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

এক ইনিংসে তিন সেঞ্চুরি! ক্রিকেট ইতিহাসে এর আগে তিনবার এমন কীর্তি ছিল। তার মধ্যে দুবারই দক্ষিণ আফ্রিকার। এবার বিশ্বকাপের মঞ্চে আরেকবার সেটি করে দেখালো প্রোটিয়ারা। তিন সেঞ্চুরিয়ানের একজন অ্যাডেন মার্করাম হাঁকিয়েছেন বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি।

দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে শনিবার টস হেরে ব্যাটিং করতে নেমে তিন শতকে ভর করে ৫ উইকেটে ৪২৮ রান করে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ ইতিহাসে এটি দলীয় সর্বোচ্চ সংগ্রহ। এর আগের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার। তারা ২০১৫ সালে আফগানদের বিপক্ষে ৪১৭ রান করে।

দলীয় সংগ্রহে বড় অবদান মার্করামের। তিনি সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ৪৯ বলে। এর আগে বিশ্বকাপে দ্রুতম সেঞ্চুরি ছিল কেভিন ও ব্রায়ানের। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে শতক হাঁকিয়েছিলেন। আর দক্ষিণ আফ্রিকা ক্রিকেট ইতিহাসে এটি তৃতীয় দ্রুততম শতক।

 

দলীয় ১০ রানে প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ফিরলে শুরু হয় তাদের রানের উৎসব। রসি ভ্যান ডার ডুসেনকে সঙ্গে নিয়ে ওপেনার কুইন্টন ডি কক জুটি গড়েন ২০৪ রানের। দুজনেই তুলে নেন সেঞ্চুরি। ৮৩ বলে ১০০ রান করে পরের বলেই আউট হন ডি কক। ককের পর সেঞ্চুরির দেখা পান রসি। তবে তার ইনিংস ছিল বাকি দুজন থেকে ধীরগতির। তিনি সেঞ্চুরি হাঁকান ১০৩ বলে। আউট হন ১১০ বলে ১০৮ রান করে।

শেষ দিকে ঝড় তোলেন ডেভিড মিলার-মার্কো জানসেন জুটি। মাত্র ২১ বলে মিলার ৩৯ ও ৭ বলে ১২ রান করেন জানসেন। দুজনেই অপরাজিত থেকে মাঠ ছাড়েন। লঙ্কান বোলারদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন দিলশান মাদুশংকা। একমাত্র অধিনায়ক দাসুন শানাকা ছাড়া সব বোলারই ওভার প্রতি আটের অধিক রান খরচ করেছেন। শানাকা দেন ৬ করে।