মিস ইউনিভার্সের ৭৪তম প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। থাইল্যান্ডের মঞ্চে সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস ও দুর্দান্ত পারফরম্যান্সে তিনি ইতোমধ্যেই সবার নজর কাড়ছেন। বিশ্বের ১২১ দেশের প্রতিযোগীদের মধ্যেও তার নাম এখন আলোচনার শীর্ষে। পিপলস চয়েস ভোটে কখনো প্রথম, কখনো দ্বিতীয় অবস্থানে থেকে তিনি দেশজুড়ে উত্তেজনা তৈরি করেছেন।
এই তীব্র ভোট প্রতিযোগিতার মাঝেই থাইল্যান্ড থেকে দেশবাসীর উদ্দেশে ভিডিওবার্তা পাঠান মিথিলা। তিনি অনুরোধ করেন, কেউ যেন ভোট দেওয়া বন্ধ না করেন। তার ভাষ্যে—বাংলাদেশ এখনো লড়াইয়ে আছে, আর তিনি মঞ্চে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। এখন দেশের মানুষের একটি ‘মিরাকল’ অর্থাৎ ভোট খুব প্রয়োজন।

























