বন্দর প্রতিনিধি :- নারায়নগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়ার ইউনিয়নের মোহনপুর এলাকায় মাজহারুলের ডক ইয়ার্ডে কোটি টাকা মূল্যের চোরাই ২৪ ইঞ্চি কাটিং ড্রেজার দুপুরে জব্দ করেছে বন্দর থানা পুলিশ।
সংঘবদ্ধ একটি ডাকাতদল চক্র ড্রেজারটি ডাকাতি করে এখানে এনে তার কাটিং করে ইস্কাব হিসেবে বিক্রির প্রস্তুতি চলছিলো এবং গ্যাস দিয়ে কাটিং ড্রেজারটি কিছু অংশ রাতে কেটে ফেলেন। ৬ই নভেম্বর গভীর রাতে মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ জাকির হোসেন মাজহারুলের ডক ইয়ার্ডে গেলে এই ডাকাত চত্রুটি পানিতে ঝাপ দেয়। পুলিশ সেখান থেকে আমিনুল ইসলামের ছেলে রিয়াদ সহ দুইজনকে গ্রেফতার করেন। তথ্যসূত্রে গভীর রাতে মোটা অংকের টাকায় লফাদফা শেষ করে দুইজনকে পুলিশের কাছ থেকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়। ৭ই নভেম্বর সকাল থেকে একটি গ্রুপের শেল্টারে আবারো গ্যাস দিয়ে কাটিং ড্রেজারটি কাটা হয়। বিষয়টি প্রসাশনের উধ্বতন কর্মকতা জানতে পেরে বন্দর থানা পুলিশকে গভীরে তদন্ত করার নির্দেশ প্রদান করলে মদনগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন সকালে ঘটনাস্থলে আবারো গিয়ে কাটিং ড্রেজারটি জব্দ করেন। তবে কাউকে আটক করেনি। সূত্রমতে জানা যায় এইটার রাসেল,রাকিব,কাওসার,মুরাদ,
আমিনুলইসলাম, লিয়ন, এবং ডক ইয়ার্ডের মালিক মাজার প্রসাশন কে ম্যানেজ করে এই ড্রেজারটি এইখানে নিয়ে এসে গ্যাস দিয়ে কেটে অন্যথায় গর্দা করে দূরে কোথাও বিত্রুী করবেন। আনুমানিক হিসাব মতে এই ড্রেজারটি কোটি টাকার উপরে দাম রয়েছে।
পুলিশ ড্রেজারটি জব্দ করলেও এখনো প্রকৃত মালিকের খোঁজ পাওয়া যায়নি।
এর আগেও এই এলাকায় একাধিক ডাকাত চত্রু এই এলাকায় ডক ইয়ার্ড গুলোতে ডাকাতি করা জাহাজ নিয়ে এসে রাতের আধারে কেটে ফেলেন।




















