অভিযোগজানা যায়, আমি মো. আক্তার (৪৭), পিতা-মীর সাব, সাং- ৪৭, খানপুর মেইন রোড, থানা ও জেলা-নারায়ণগঞ্জ অভিযোগকারী। বিবাদী ১। কালা (৫০) পিতা- চান মিয়া, ২। শাহিন (৪০) পিতা-আলী হোসেন, ৩। শরিফ (৩০) পিতা-অজ্ঞাত, ৪। শওকত (৩৭) পিতা- ফালান মুন্সি, ৫। ওবায়দুল রক্সি (৩৫) পিতা-খান সাহেব, ৬। মনির হোসেন (৩৫) পিতা-আক্কাস আলী, সর্ব সাং-খানপুর ঘোড়া পট্টি পশ্চিমপাড়া, থানা ও জেলা- নারায়ণগঞ্জদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, ১নং বিবাদী খানপুর মেট্রোহল বাস স্ট্যানের সভাপতি। আমার ছেলে মো. আল আমিন (২৫) মেট্রো হল এলাকায় প্রায় সময় আড্ডা দিতে গেলে উপরোক্ত বিবাদীগণ আমার ছেলেকে নানা ভাবে হুমকি ধমকি প্রদান করে এবং তাকে প্রাণে মারিয়া ফেলার হুমকি প্রদান করে। উক্ত বিষয়ে আমার ছেলে মো. আল আমিন (২৫) প্রতিবাদ করিলে তারা আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে এখানে জবাই করবে বলে হুমকি প্রদান করে। গত ০১/১১/২০২৫ তারিখ দুপুর অনুমান সাড়ে ১১ টার সময় ১নং বিবাদীর হুকুমে ২নং বিবাদী আমার ছেলেকে ফোন করে মেট্রোহল এলাকায় নিয়ে আসে। আল আমিন আসার সাথে সাথে উপরোক্ত বিবাদীগণ সহ অজ্ঞাত আরো ৪-৫ জন মিলিত হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে আমার ছেলের উপর হামলা করে। আমার ছেলেকে এলোপাথারী কিল ঘুষি লাথী মেরে আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। মারধরের একপর্যায়ে ২নং বিবাদী আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে তার হাতে থাকা ধারালো ছুড়ি দিয়ে আঘাত করে আমার ছেলের মাথার ডান পাশে গুরুত্বর জখম করে এবং ৩নং বিবাদীর হাতে থাকা ধারালো চাপাতি দিয়ে আমার ছেলের বাম হাতে, পিঠে সহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। বিবাদীগনের আঘাতে আমার ছেলে রাস্তায় লুটিয়ে পরলে ১নং বিবাদীর হুকুমে উপরোক্ত বিবাদীগণ আমার ছেলেকে জবাই করার উদ্দেশ্যে গলায় ছুড়ি ধরলে আমার ছেলের বন্ধু রানা (৩০), পিতা-মো. আজহার হোসেন, আমার ছেলেকে বাঁচানোর উদ্দেশ্যে এগিয়ে গেলে বিবাদীগণ তাকেও বেধরক মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নিলা ফুলা জখম করে। পরবর্তীতে আমার ছেলে ও তার বন্ধুর আর্তচিৎকারে আশেপাশের কর্মরত লেবারগণ ছুটে গেলে আমার ছেলে প্রাণে রক্ষা পায় এবং তাদের সহযোগীতায় আমার ছেলে ও তার বন্ধু খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এতে আমার ছেলের মাথায় ও হাতে প্রায় ১৮-২০ টি সেলাই দেওয়া হয়। বিবাদীগণ অত্যান্ত খারাপ প্রকৃতির লোক, পরবর্তীতে আমার ছেলেকে প্রাণে মারিয়া ফেলিবে আমি আশঙ্কা করিতেছি। এহেন কর্মকান্ডে নিরুপায় হয়ে ন্যায় বিচার পাবার আশায় আপনার স্বরণাপন্ন হইলাম।
ঢাকা
,
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মো. আল আমিন হত্যা ও হুমকি প্রদানে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় পিতার অভিযোগ
-
রুদ্রকন্ঠ ডেস্ক : - আপডেট সময় ০৬:৩২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
- 4
জনপ্রিয় সংবাদ




















