৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ই নভেম্বর) বাদ জুম্মা নিউ খানপুর দারুন নাঈম মাদ্রাসা ও এতিমখানায় এতিমদের নিয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রাইম ওয়াসিং প্লান্টের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ সোহেল, নুর ইসলাম, শ্যামল, বরকত, রিকু, জিল্লুর, ফিরোজ প্রমূখ।




















