নিজস্ব প্রতিনিধি- সৃজনশীল লেখকদের সংগঠন সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর উদ্যোগে স্বরচিত লেখাপাঠ ও লেখা পাঠ নিয়ে আলোচক সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনার মধ্য মণি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ এর অধ্যক্ষ ড.রুমন রেজা।
৭ নভেম্বর শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ কলেজ এর হলরুম প্রঙ্গণে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য জোট নারায়ণগঞ্জ এর যুগ্ম আহ্বায়ক শাহানা মান্নান বুলবুল এর সভাপতিত্বে ও আহ্বায়ক আলহাজ্ব আঃ রহমান এর সার্বিক তত্বাবধানে
অনেক কবি,লেখক ও কণ্ঠশিল্পীগণ উপস্থিত ছিলেন। এ সময় লেখা পাঠে নিয়ে আলোচনা করে কবি নজরুল ইসলাম শান্তু,কবি ও সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু।
কবি রাজ লক্ষীর সঞ্চালনায় এ সময় স্বরচিত কবিতা ও লেখা পাঠ করেন,কবি রণজিৎ মোদক, জালাল উদ্দীন নলুয়া,চান মিয়া চান্দু,মোঃ শাহ আলম ,নাজিমুদ্দিন সুমন, ওমর ফারুক, আবুল কাশেম,এস এম শাহাবুদ্দিন, জহিরুল ইসলাম মিন্টু
,জয়নাল আবেদীন জয়,মোঃ শফিকুল ইসলাম আরজু , লায়লা আরজু,কাজী আনিসুল হক হীরা, মিথুন খান, হারুন অর রশিদ সাগর,আমির হোসেন আমির, ফারুক,এস,এ বিপ্লব, সুমি,পারভীনসহ প্রমুখ। এ সময় সুরেলা কণ্ঠে সংঙ্গীত পরিবেশন করেন কন্ঠ শিল্পী রিয়া খান।




















