ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

যৌতুক লোভীদের নতুন আবিষ্কার

  • কিরণ শংকর দে
  • আপডেট সময় ১০:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ৫১২ বার পড়া হয়েছে

গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে যৌতুক সংক্রান্ত একটি সংবাদ ছাপানো হয়।সংবাদটি ছিলো নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার। সংবাদটি আমাদের নজরে আসে। দেশে যৌতুক বিরোধী আইন রয়েছে এবং সে আইনে কঠোর শাস্তির কথাও বিধানে রয়েছে, তার পরেও কিছু মানুষ নামের রক্তচোষা ও নিবোর্ধ যৌতুক বিরোধী আইকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চলেছেন। এর একমাত্র কারণ হলো যৌতুক বিরোধী আইন শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে এই আইন যদি সঠিক ভাবে প্রয়োগ হতো তাহলে এধরণের অপরাধ করতে কেউ সাহস পেতো না। আমাদের দেশে অনেকেই জানেনা যৌতুক বিরোধী আইন কখন কার বিরুদ্ধে প্রয়োগ হবে। যার কারণে হাটে, বাজারে, যেখানে সেখানে যৌতুক লেনদেন নিয়ে আলাপ আলোচনার কথা কানে ভেসে আসে। বর্তমানে যৌতুক লোভীরা একটি নতুন কথা আবিষ্কার করেছেন সেটা হলো তারা এখন বলছেন, ছেলের জন্য আমরা কিছু চাইনা। আপনার মেয়েটাকেতো কিছু দিয়ে সাজিয়ে দিবেন। এই ধরনের বহু বহুরুপী কথা। বন্দর থানা এলাকায় যৌতুক বিরোধী যে মামলা হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে আহবান জানাই। আমরা মনে করি যৌতুক বিরোধী আইনের প্রতি আইন প্রয়োগকারী সংস্থা যদি একটু সুনজর রাখেন তাহলে নারী নির্যাতন অনেকটা কমে আসবে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

যৌতুক লোভীদের নতুন আবিষ্কার

আপডেট সময় ১০:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪

গত ২৫ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকায় বিভিন্ন শিরোনামে যৌতুক সংক্রান্ত একটি সংবাদ ছাপানো হয়।সংবাদটি ছিলো নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকার। সংবাদটি আমাদের নজরে আসে। দেশে যৌতুক বিরোধী আইন রয়েছে এবং সে আইনে কঠোর শাস্তির কথাও বিধানে রয়েছে, তার পরেও কিছু মানুষ নামের রক্তচোষা ও নিবোর্ধ যৌতুক বিরোধী আইকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চলেছেন। এর একমাত্র কারণ হলো যৌতুক বিরোধী আইন শুধু কাগজ কলমেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবে এই আইন যদি সঠিক ভাবে প্রয়োগ হতো তাহলে এধরণের অপরাধ করতে কেউ সাহস পেতো না। আমাদের দেশে অনেকেই জানেনা যৌতুক বিরোধী আইন কখন কার বিরুদ্ধে প্রয়োগ হবে। যার কারণে হাটে, বাজারে, যেখানে সেখানে যৌতুক লেনদেন নিয়ে আলাপ আলোচনার কথা কানে ভেসে আসে। বর্তমানে যৌতুক লোভীরা একটি নতুন কথা আবিষ্কার করেছেন সেটা হলো তারা এখন বলছেন, ছেলের জন্য আমরা কিছু চাইনা। আপনার মেয়েটাকেতো কিছু দিয়ে সাজিয়ে দিবেন। এই ধরনের বহু বহুরুপী কথা। বন্দর থানা এলাকায় যৌতুক বিরোধী যে মামলা হয়েছে তা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে আহবান জানাই। আমরা মনে করি যৌতুক বিরোধী আইনের প্রতি আইন প্রয়োগকারী সংস্থা যদি একটু সুনজর রাখেন তাহলে নারী নির্যাতন অনেকটা কমে আসবে।