ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ব বিরোধের জেরে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুইপক্ষের মারামারির সময় সোহরাব খান (৫৫) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছেলে জনি খান (৪২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দিঘীরপাড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত সোহরাব দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় খান বাড়ির বাসিন্দা।
এদিকে এ ঘটনার পর দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের সংশ্লিষ্টটার অভিযোগ তুলে তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেন উত্তেজিত জনতা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভোলা হালদার ওরফে ভোলা মেম্বারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে আসে দুইপক্ষ। এসময় বিরোধে জড়িয়ে পড়লে ভোলা ও তার দুই ছেলে রিজভী ও রিহানসহ ৭-৮ জন সোহরাব ও জনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিহত সোহরাবের ভাই মিজান খান ও স্বজনরা অভিযোগ করে বলেন, বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহরাবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত রয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহত সোহরাব খানের মাথায় ও বুকে গুরুতর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত জনি খানের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

জেলার অতিরিক্ত সুপার সুমন দেব বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৪:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০২৪

 

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে পূর্ব বিরোধের জেরে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে দুইপক্ষের মারামারির সময় সোহরাব খান (৫৫) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের ছেলে জনি খান (৪২)। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে দিঘীরপাড় বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। নিহত সোহরাব দিঘীরপাড় ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও স্থানীয় খান বাড়ির বাসিন্দা।
এদিকে এ ঘটনার পর দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলমের সংশ্লিষ্টটার অভিযোগ তুলে তদন্ত কেন্দ্রে হামলা ও ভাঙচুর করেন উত্তেজিত জনতা। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাব খানের সঙ্গে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ভোলা হালদার ওরফে ভোলা মেম্বারের আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনার জেরে সোমবার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রে আসে দুইপক্ষ। এসময় বিরোধে জড়িয়ে পড়লে ভোলা ও তার দুই ছেলে রিজভী ও রিহানসহ ৭-৮ জন সোহরাব ও জনিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। পরে তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সোহরাব খানকে মৃত ঘোষণা করেন। জনির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
নিহত সোহরাবের ভাই মিজান খান ও স্বজনরা অভিযোগ করে বলেন, বিরোধের জেরে পরিকল্পিতভাবে সোহরাবকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত রয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহ আলম। এ ঘটনায় সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা।

টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নূরে আলম সিদ্দিকী জানান, নিহত সোহরাব খানের মাথায় ও বুকে গুরুতর ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আহত জনি খানের মাথায়, বুকে ও পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে।

জেলার অতিরিক্ত সুপার সুমন দেব বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। পুলিশ সদস্যের সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।