ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

তিস্তায় স্রোতে ভেসে এলো আরেকটি মরদেহ

লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চর থেকে তিস্তার স্রোতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া এলাকার তিস্তার চর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

উদ্ধার হওয়া যুবকের পরনে শুধুই লুঙ্গি জাতীয় একটি কাপড় ছিল। যা দেখে স্থানীয়দের ধারণা, এই মরদেহটি ভারতীয় কোন নাগরিকের। ভারতের সিকিমে বন্যার পানিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। যা বন্যার পানিতে ভেসে এসেছে। এর আগে নীলফামারী ও রংপুর জেলায় বৃহস্পতিবার এমনই দুই ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, মৃত ব্যক্তি অমুসলিম ও দেহের গড়নে পাহাড়িদের মতো। এ থেকে ধারণা করা হচ্ছে ভারতীয় নাগরিক হতে পারে। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

তিস্তায় স্রোতে ভেসে এলো আরেকটি মরদেহ

আপডেট সময় ১০:১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩

লালমনিরহাট সদর উপজেলার তিস্তার চর থেকে তিস্তার স্রোতে ভেসে আসা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণচওড়া এলাকার তিস্তার চর থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রবল বর্ষণে ভারতের সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় বাংলাদেশের দিকে ধেয়ে আসে তিস্তা নদীর পানি। ফলে লালমনিরহাটে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দেয়। বুধবার রাতে বন্যা হলেও বৃহস্পতিবার সকালে পানি কমে যায় তিস্তা নদীতে। পানি কমে যাওয়ায় মাছ ধরতে নেমে স্থানীয়রা হরিনচওড়া গ্রামের একটি ধান ক্ষেতে মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

উদ্ধার হওয়া যুবকের পরনে শুধুই লুঙ্গি জাতীয় একটি কাপড় ছিল। যা দেখে স্থানীয়দের ধারণা, এই মরদেহটি ভারতীয় কোন নাগরিকের। ভারতের সিকিমে বন্যার পানিতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। যা বন্যার পানিতে ভেসে এসেছে। এর আগে নীলফামারী ও রংপুর জেলায় বৃহস্পতিবার এমনই দুই ভারতীয় সেনার মরদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওমর ফারুক বলেন, মৃত ব্যক্তি অমুসলিম ও দেহের গড়নে পাহাড়িদের মতো। এ থেকে ধারণা করা হচ্ছে ভারতীয় নাগরিক হতে পারে। আপাতত একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।