ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন নাদিম। পথিমধ্যে তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তারে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় গতকাল সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে নেয়া হয়। সেখানে গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম জানায়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নারী কেলেঙ্কারীর নিউজ প্রকাশ করায় আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নাদিমের হত্যার সাথে জড়িত মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানান।

বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানিয়েছে, সিসি টিভির ফুটেজ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। হত্যার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরিবার থেকে এখনো থানায় মামলা দায়ের করেনি।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে তৎক্ষনিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ ফাঁসির দাবী করেন। প্রতিবাদ সভা থেকে ৩ দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় ০৪:৩০:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জুন ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার বাংলানিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি, একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা ও জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম রব্বানী নাদিম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। গতকাল দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বকশীগঞ্জ স্থানীয় সাংবাদিকদের সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরছিলেন নাদিম। পথিমধ্যে তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্থানীয় সাংবাদিকরা তারে উদ্ধার করে বকশীগঞ্জ হাসপাতালে নেয়। অবস্থা আশঙ্কাজনক থাকায় জামালপুর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেও অবস্থার কোন উন্নতি না হওয়ায় গতকাল সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে হসপিটালে নেয়া হয়। সেখানে গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম জানায়, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নারী কেলেঙ্কারীর নিউজ প্রকাশ করায় আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজনরা নাদিমের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি নাদিমের হত্যার সাথে জড়িত মাহমুদুল আলম বাবুসহ তার সহযোগীদের ফাঁসির দাবি জানান।

বকশীগঞ্জের সাধুর পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলমের মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
বকশীগঞ্জ থানার ওসি সোহেল রানা জানিয়েছে, সিসি টিভির ফুটেজ সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে। হত্যার সাথে জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে নাম পরিচয় জানানো যাচ্ছে না। পরিবার থেকে এখনো থানায় মামলা দায়ের করেনি।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে তৎক্ষনিক জামালপুর প্রেসক্লাব প্রতিবাদ সভা করেছে। জামালপুর প্রেসক্লাবের সভাপতি প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক নাদিমকে হত্যাকারী মাহবুবুল আলম বাবু চেয়ারম্যানকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারসহ ফাঁসির দাবী করেন। প্রতিবাদ সভা থেকে ৩ দিনের শোক কর্মসূচিসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন।