ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

আকাশপথে ঢাকায় সিলেট বিএনপির নেতাকর্মীরা

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করছে দলটি। এই সমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, গত দুই-তিন দিন থেকে বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। তাদের বেশির ভাগ নেতাকর্মী দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেন।

এদিকে শুক্রবার বিকেলে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান। এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মুক্তির সংগ্রামের ডাক দিয়েছেন সেই সংগ্রামে বিএনপি এবং যে সকল শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাসী তারা আজ ঐক্যবদ্ধ। সবাই যার যার মতো করে বিভিন্ন কৌশলে ঢাকায় এসেছেন। এই মহাসমাবেশের মাধ্যমে মানুষ একটি বার্তা দিতে চায় যে এই সরকারের আর সময় নেই। সরকার পতনের যে যাত্রা সেটি শুরু হয়েছে।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক দিন বাসের টিকিট অন্যান্য দিনের চেয়ে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রী ভর্তি ছিল।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে কোনো নির্দেশনা বা বাধা আসেনি। অনেক নেতাকর্মী বাসে গিয়েছেন।

ঢাকায় অবস্থানরত সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, দলে দলে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। আজকের সমাবেশ থেকে একটি মেসেজ সরকারকে দিতে চাই। সেটি হচ্ছে যে কোনোভাবেই আর ক্ষমতায় থাকা যাবে না।

এই সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছেন বলেও জানান তিনি।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

আকাশপথে ঢাকায় সিলেট বিএনপির নেতাকর্মীরা

আপডেট সময় ০৯:৪২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

সরকারের পদত্যাগের ‘এক দফা’ দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনে নেমেছে বিএনপি। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় মহাসমাবেশ করছে দলটি। এই সমাবেশে যোগ দিতে সড়ক, রেল ও আকাশপথে সিলেটের কয়েক হাজার নেতাকর্মী এখন ঢাকায় অবস্থান করছেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির একাধিক সূত্র বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বলেন, গত দুই-তিন দিন থেকে বিভিন্ন কৌশলে ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। তাদের বেশির ভাগ নেতাকর্মী দলবদ্ধভাবে ঢাকার উদ্দেশে রওনা না হয়ে বিচ্ছিন্নভাবে সিলেট ত্যাগ করেন।

এদিকে শুক্রবার বিকেলে ফ্লাইটে করে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী সিলেট থেকে ঢাকা পৌঁছান। এর মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক ও সাধারণ সম্পাদক মীর্জা সম্রাট, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।

বিষয়টি নিয়ে শুক্রবার রাতে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মুক্তির সংগ্রামের ডাক দিয়েছেন সেই সংগ্রামে বিএনপি এবং যে সকল শক্তি স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রে বিশ্বাসী তারা আজ ঐক্যবদ্ধ। সবাই যার যার মতো করে বিভিন্ন কৌশলে ঢাকায় এসেছেন। এই মহাসমাবেশের মাধ্যমে মানুষ একটি বার্তা দিতে চায় যে এই সরকারের আর সময় নেই। সরকার পতনের যে যাত্রা সেটি শুরু হয়েছে।

সিলেট জেলা বাস মালিক সমিতির সভাপতি ময়নুল ইসলাম জানিয়েছেন, গত কয়েক দিন বাসের টিকিট অন্যান্য দিনের চেয়ে বেশি বিক্রি হয়েছে। প্রতিটি বাসে যাত্রী ভর্তি ছিল।

তিনি আরও বলেন, প্রশাসন থেকে কোনো নির্দেশনা বা বাধা আসেনি। অনেক নেতাকর্মী বাসে গিয়েছেন।

ঢাকায় অবস্থানরত সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, দলে দলে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। আজকের সমাবেশ থেকে একটি মেসেজ সরকারকে দিতে চাই। সেটি হচ্ছে যে কোনোভাবেই আর ক্ষমতায় থাকা যাবে না।

এই সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করছেন বলেও জানান তিনি।