ঢাকা , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা Logo রেকর্ড জুটি গড়েও নিউজিল্যান্ডের কাছে ওয়েস্ট ইন্ডিজের হার Logo প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি শুরু, ৬৫ হাজার স্কুলে ক্লাস বন্ধ Logo সিদ্ধিরগঞ্জ ভূইয়া পাড়ায় মুন্না’র শতশত বৃক্ষ নিয়ে গড়ে উঠা মনোমুগ্ধকর শখের বাগান Logo বন্দর কলাগাছিয়ায় মাজহারুলের ডক ইয়ার্ডে ডাকাতি করা কাটিং ড্রেজার উদ্ধারের ঘটনায় রয়েছে রাকিবের নেতৃত্ব Logo জাহানারা ইস্যুতে মুশফিকের তীব্র নিন্দা Logo রাজকীয় লুকে চমকে দিলেন বুবলী Logo রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণজোয়ার Logo বন্দর কলাগাছিয়ায় মাজহার ডক ইয়ার্ডে ডাকাতি করা কোটি টাকার কাটিং ড্রেজার উদ্বার Logo জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাবুলের ব্যতিক্রমী উদ্যোগ

নাঃগঞ্জ কোর্ট প্রাঙ্গণে শান্তিধারা হকার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপর আমিনুল ইসলাম রিপন ঢালী গংদের সন্ত্রাসী হামলা ও অপহরণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণ এলাকায় ফতুল্লা ভূইঘড় এলাকার শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার (৫৭) এর উপর আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮) গংদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও অপহরণ করার অভিযোগ উঠে এসেছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম সরকার বক্তব্যে বলেন, আমি শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছি। আমার উন্নয়ন মূলক কাজের প্রতি ঈর্ষানিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার কার্মকান্ডে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ আমাকে জড়িয়ে মাননীয় নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ এ একটি মামলা দায়ের করেন। যাহার দেওয়ানী মোকদ্দমা নং-৩০৪/২৫।
১৯ অক্টোবর রবিবার উক্ত মামলার ধার্য্য তারিখ থাকায় আমি আইনের প্রতি সন্মান জানাতে এবং সেই মামলার জবাব দাখিলের জন্য রবিবার সকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত হই। তৎসময় সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসের দক্ষিন পাশের রাস্তায় প্রয়োজনীয় কাগজ ফটোকপি করার উদ্দেশ্যে যাতায়াতের সময় মানিক মিয়ার চায়ের দোকানের সামনে গেলে পূর্ব কল্পিতভাবে ১।আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-পলাশপুর, শনির আকরা, পোঃ ধনিয়া, থানা-কদমতলী, ঢাকা, ২। সারওয়ার খান (৪৭), পিতা-মৃত আব্দুস সালাম, ৩। মনিরুল হক ইদ্রিস (৪৬), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ডগাইর মডেল স্কুলের সাথে, থানা-ডেমরা, ঢাকা, ৪। মনিরুল হক সরকার (৪৮), পিতা-মৃত সাদেকুর রহমান, সাং-মহাকাশ রোড, সারুলীয়, থানা-ডেমরা। এদের সাথে থাকা আবুল কালাম পাটোয়ারী (৫০),আবুল কাশেম(৪৭),জিয়া হোসেন মোরাল(৩৮),মাসুদ হোসেন (৩৫),মোহাম্মদ আলী সোহাগ (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন অসৎ উদ্দেশ্যে আমাকে সহ আমার সঙ্গে থাকা সমিতির সদস্যদেরকে হয়রানীর লক্ষে আমাদের গতিপথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং মামলায় হাজিরা দিতে আসায় আমাকে এলোপাথারীভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও গুরুতর জখম করে। এক পর্যায়ে আমাকে জোর পূর্বকভাবে অপহরন করার উদ্দেশ্যে তাহাদের আনিত হাইস গাড়িতে উঠানোর চেষ্টা করে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের আক্রমন হইতে আমাকে রক্ষা করে। এ সময় তাহারা যাবার সময় এই বলিয়া হুমকি দেয়, আমি যেনো ভালোয় ভালোয় তাদের শর্ত মানিয়া নেই। তাদের শর্ত না মানিয়া নিয়ে যদি মামলায় হাজির হইয়া জবাব দাখিল করি তাহা হইলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে যেখানে পাবে চিরতরে হত্যা করিবেন মর্মে হুমকি দেন। তাদের এহেন কার্যকলাপের দরুণ আমি ও বর্ণিত সমিতির অন্যান্য সদস্যগন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।তাহারা যেকোন সময় আমাদের বড় ধরণের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমাদের আশঙ্কা।

এই ঘটনার বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনী সহযোগীতা পেতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। যাহার জিডি নং- -১৬৯৬,তারিখ- ২০-১১-২৫ইং। আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবী জানাই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

জনপ্রিয় সংবাদ

লিভারের একাংশ কেটে বাদ, বাঁচার লড়াইয়ে দীপিকা

নাঃগঞ্জ কোর্ট প্রাঙ্গণে শান্তিধারা হকার্স কল্যান সমিতির সাধারন সম্পাদক রফিকুল ইসলামের উপর আমিনুল ইসলাম রিপন ঢালী গংদের সন্ত্রাসী হামলা ও অপহরণের অভিযোগ

আপডেট সময় ০৭:১৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

নিজস্ব প্রতিনিধি- নারায়ণগঞ্জ কোর্ট প্রাঙ্গণ এলাকায় ফতুল্লা ভূইঘড় এলাকার শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার (৫৭) এর উপর আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮) গংদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা ও অপহরণ করার অভিযোগ উঠে এসেছে।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী রফিকুল ইসলাম সরকার বক্তব্যে বলেন, আমি শান্তিধারা হকার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত আছি। আমার উন্নয়ন মূলক কাজের প্রতি ঈর্ষানিত হয়ে পূর্ব শত্রুতার জের ধরে আমার কার্মকান্ডে বাধাগ্রস্ত করতে একটি পক্ষ আমাকে জড়িয়ে মাননীয় নারায়ণগঞ্জ বিজ্ঞ সিনিয়র সহকারী জজ ২য় আদালত, নারায়ণগঞ্জ এ একটি মামলা দায়ের করেন। যাহার দেওয়ানী মোকদ্দমা নং-৩০৪/২৫।
১৯ অক্টোবর রবিবার উক্ত মামলার ধার্য্য তারিখ থাকায় আমি আইনের প্রতি সন্মান জানাতে এবং সেই মামলার জবাব দাখিলের জন্য রবিবার সকালে আদালত প্রাঙ্গণে উপস্থিত হই। তৎসময় সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ পুলিশ সুপার অফিসের দক্ষিন পাশের রাস্তায় প্রয়োজনীয় কাগজ ফটোকপি করার উদ্দেশ্যে যাতায়াতের সময় মানিক মিয়ার চায়ের দোকানের সামনে গেলে পূর্ব কল্পিতভাবে ১।আমিনুল ইসলাম রিপন ঢালী (৪৮), পিতা-অজ্ঞাত, সাং-পলাশপুর, শনির আকরা, পোঃ ধনিয়া, থানা-কদমতলী, ঢাকা, ২। সারওয়ার খান (৪৭), পিতা-মৃত আব্দুস সালাম, ৩। মনিরুল হক ইদ্রিস (৪৬), পিতা-অজ্ঞাত, উভয় সাং-ডগাইর মডেল স্কুলের সাথে, থানা-ডেমরা, ঢাকা, ৪। মনিরুল হক সরকার (৪৮), পিতা-মৃত সাদেকুর রহমান, সাং-মহাকাশ রোড, সারুলীয়, থানা-ডেমরা। এদের সাথে থাকা আবুল কালাম পাটোয়ারী (৫০),আবুল কাশেম(৪৭),জিয়া হোসেন মোরাল(৩৮),মাসুদ হোসেন (৩৫),মোহাম্মদ আলী সোহাগ (৩৬) সহ আরো অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী প্রকৃতির লোকজন অসৎ উদ্দেশ্যে আমাকে সহ আমার সঙ্গে থাকা সমিতির সদস্যদেরকে হয়রানীর লক্ষে আমাদের গতিপথ রোধ করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এবং মামলায় হাজিরা দিতে আসায় আমাকে এলোপাথারীভাবে মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও গুরুতর জখম করে। এক পর্যায়ে আমাকে জোর পূর্বকভাবে অপহরন করার উদ্দেশ্যে তাহাদের আনিত হাইস গাড়িতে উঠানোর চেষ্টা করে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া তাদের আক্রমন হইতে আমাকে রক্ষা করে। এ সময় তাহারা যাবার সময় এই বলিয়া হুমকি দেয়, আমি যেনো ভালোয় ভালোয় তাদের শর্ত মানিয়া নেই। তাদের শর্ত না মানিয়া নিয়ে যদি মামলায় হাজির হইয়া জবাব দাখিল করি তাহা হইলে আমাকে সহ আমার পরিবারের লোকজনদেরকে যেখানে পাবে চিরতরে হত্যা করিবেন মর্মে হুমকি দেন। তাদের এহেন কার্যকলাপের দরুণ আমি ও বর্ণিত সমিতির অন্যান্য সদস্যগন বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।তাহারা যেকোন সময় আমাদের বড় ধরণের ক্ষতি সাধন করিতে পারে বলিয়া আমাদের আশঙ্কা।

এই ঘটনার বিষয়ে অপরাধীদের বিরুদ্ধে আইনী সহযোগীতা পেতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি। যাহার জিডি নং- -১৬৯৬,তারিখ- ২০-১১-২৫ইং। আমি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবী জানাই বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির।