নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোস্তাফিজুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর বন্দর থানা ও (বন্দর থানা মহানগর) শাখার নেতৃবৃন্দ।
গত ১৬ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর থানা জাসাসের সভাপতি এডভোকেট মতিউর রহমান মতিনের নেতৃত্বে প্রতিনিধিদল টি বন্দর উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চা বিষয়ে আলোচনায় অংশ নেন। এছাড়া বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির উন্নয়ন ও কার্যক্রম সম্প্রসারণ নিয়েও ফলপ্রসু মতবিনিময় করেন তারা।
আলোচনায় উপস্থিত ছিলেন, বন্দর থানা (মহানগর) জাসাসের সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক মিলন, বন্দর থানা (মহানগর) জাসাসের সাধারণ সম্পাদক এডভোকেট মোমিন, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান, সহ-সভাপতি মেসবাহ উদ্দিন, নুর মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. জামান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. আবুল কালাম আজাদ, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন খানমসহ অন্যান্য নেতৃবৃন্দ।



















