নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের রোগ মুক্তি কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ জাকির খান সমর্থকরা।
শহরের দেওভোগ মাদ্রাসা মসজিদ, সাকিম আলী জামে মসজিদ, দেওভোগ পানির ট্যাংকি মসজিদ, দেওভোগ পশ্চিম নগর জামে মসজিদ, পূর্ব নগর আল আকসা জামে মসজিদ, লিচুবাগ বাইতুন নুর জামে মসজিদ, নুর মসজিদ, ৭নং ওয়ার্ড আল আকসা জামে মসজিদ, বাংলাবাজার বাইতুল আকসা জামে মসজিদ, কলাগাছিয়া ৪নং ওয়ার্ড হাজীপুর বড় জামে মসজিদ, সোনাকান্দা কিল্লা জামে মসজিদ, নিরালা বাইতুল আমান জামে মসজিদ, নয়াপাড়া জামে মসজিদ, ভূইয়ারবাগ জামে মসজিদ, গোগনগর বড় মসজিদ, ৮নং ওয়ার্ড নূর মসজিদ, বাইতুল হাকিম জামে মসজিদ, কোতালের বাগ কেন্দ্রীয় জামে মসজিদ, হাশেমবাগ জামে মসজিদ, জান্নাতবাগ জামে মসজিদ, নাগবাড়ী ইসলামাবাদ জামে মসজিদ, বাবুরাইল তারা মসজিদ, বাইতুল ওয়াসিদ জামে মসজিদ, ফুলবাগ জামে মসজিদ, মুন্সিবাড়ী জামে মসজিদ, মাসদাইর সিটি করপোরেশন মসজিদ, বাইতুন নূর জামে মসজিদ, পশ্চিম মাসদাইর আল ফালাহ জামে মসজিদ, বেপারীপাড়া জামে মসজিদ ও সোনারগাঁ গোপের বাগ মধ্যপাড়া বায়তুর মামুর জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে মসজিদ গুলোতে তার রোগমুক্তি কামনা করে মিলাদ ও দোয়া করা হয়। এ সময় দেশ, জাতি ও জিয়া পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি জাকির খান বুকে ব্যাথা অনুভব করলে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।



















