লৌহজং প্রতিনিধি—মোঃ স্বপন বেপারী: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় প্রশাসনের কড়া নজরদারিতে অবৈধ ড্রেজার কারবারে নেমে এল ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার কুমারভোগ ইউনিয়নের খড়িয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ ভঙ্গের দায়ে এস এম মাহমুদ হাসানকে এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। একই সাথে মোঃ মিজান, হাসিবুল হাসান, সালাম ও আবির নামের চারজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নেছার উদ্দিন।
উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থের বিরুদ্ধে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার সিন্ডিকেট ও জমি দখলচক্রকে ছাড় দেওয়া হবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার হবে।