ঢাকা , বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সাংবাদিক রনির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এসপি-ডিসিকে স্মারকলিপি Logo এস্পানিওলকে হারিয়ে শীর্ষস্থান মজবুত করলো বার্সেলোনা Logo স্বপ্ন দেখলে পরিবর্তন হবেই, তরুণদের প্রধান উপদেষ্টা Logo বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণে বৈঠক আজ Logo শরীয়তপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ৪ Logo মানুষ আ.লীগের নাম দিয়েছে আফসোস লীগ: সোহেল Logo নারায়ণগঞ্জে ২৯০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ৩৫ হাজার Logo মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় Logo আওয়ামী দোসরদের কাছে জিম্মি নারায়ণগঞ্জ প্রেসক্লাব, ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী Logo শহীদ কামাল স্মরণে শোকসভায় এড. ইসমাঈল – গার্মেন্টস খাতে কিছু উন্নতি হলেও বৈষম্য বেড়েছে

বিপজ্জনক উসকানি ছড়াচ্ছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোতে যোগ দিতে না পারলে কিয়েভ পরমাণু অস্ত্র চাইবে। ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের নেতা এ মন্তব্য করেন। তবে জেলেনস্কির এমন বক্তব্যকে ‘বিপজ্জনক উসকানি’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন, রয়টার্স ও তাস।

ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হয় ইউক্রেনের পারমাণবিক অস্ত্র থাকবে, যা আমাদের রক্ষা করবে অথবা আমাদের অবশ্যই কোনো জোটে থাকতে হবে। এ সময় জেলেনস্কি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের স্মরণ করিয়ে দেন।

জেলেনস্কির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকস গ্রুপের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, এটি একটি বিপজ্জনক উসকানি। এমন পদক্ষেপে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তিনি বলেন, আধুনিক বিশে^ পরমাণু অস্ত্র তৈরি করা কঠিন কিছু নয়। আমি জানি না ইউক্রেন এখন এটি করতে সক্ষম কি না। এটি আজকের ইউক্রেনের পক্ষে এত সহজ নয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মালিক হয় ইউক্রেন। তিন বছর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তারা সব পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করে দেয়।
ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে আগামী সপ্তাহে যদি মস্কো সফলভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করতে পারে তা হলে পশ্চিমাদের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

Rudra Kantho24

সাংবাদিক রনির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে এসপি-ডিসিকে স্মারকলিপি

বিপজ্জনক উসকানি ছড়াচ্ছেন জেলেনস্কি

আপডেট সময় ১০:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ন্যাটোতে যোগ দিতে না পারলে কিয়েভ পরমাণু অস্ত্র চাইবে। ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের নেতা এ মন্তব্য করেন। তবে জেলেনস্কির এমন বক্তব্যকে ‘বিপজ্জনক উসকানি’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সিএনএন, রয়টার্স ও তাস।

ইইউ শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, হয় ইউক্রেনের পারমাণবিক অস্ত্র থাকবে, যা আমাদের রক্ষা করবে অথবা আমাদের অবশ্যই কোনো জোটে থাকতে হবে। এ সময় জেলেনস্কি সোভিয়েত ইউনিয়নের পতনের পর ইউক্রেনের পারমাণবিক অস্ত্র ত্যাগের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কথোপকথনের স্মরণ করিয়ে দেন।

জেলেনস্কির এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিকস গ্রুপের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে পুতিন বলেন, এটি একটি বিপজ্জনক উসকানি। এমন পদক্ষেপে অনুরূপ প্রতিক্রিয়া দেখা দেবে। তিনি বলেন, আধুনিক বিশে^ পরমাণু অস্ত্র তৈরি করা কঠিন কিছু নয়। আমি জানি না ইউক্রেন এখন এটি করতে সক্ষম কি না। এটি আজকের ইউক্রেনের পক্ষে এত সহজ নয়।

১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে বিশ্বের তৃতীয় বৃহত্তম পরমাণু অস্ত্রের মালিক হয় ইউক্রেন। তিন বছর পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়ার পর তারা সব পারমাণবিক অস্ত্র নিষ্ক্রিয় করে দেয়।
ইউক্রেনে হামলার পর থেকেই রাশিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। তবে আগামী সপ্তাহে যদি মস্কো সফলভাবে ব্রিকস সম্মেলন আয়োজন করতে পারে তা হলে পশ্চিমাদের চেষ্টা ব্যর্থ হবে বলে মনে করা হচ্ছে।